নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মূল লড়াইয়ে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃষ্টি আইনে নিউজিল্যান্ড অনুর্ধ্ব ১৯ দলকে ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের প্রস্তুতি ভাললভাবেই সেরে নিলো টাইগার যুবারা।
ওভালে বাংলাদেশের পাহাড় সমান রান তাড়া করতে নেমে শুরুতেই পথ হারিয়ে ফেলে কিউই যুবারা। বাংলাদেশের দেয়া ৩৮৯ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো করতে পারেনি কিউই যুবারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে কিউই যুবারা। হঠাৎ ই খেলার মাঝে বৃষ্টি আসলে ওভার কমিয়ে ৪৫ ওভারে নিয়ে আসা হয় খেলা। ৪৫ ওভারে কিউইদের টার্গেট দাঁড়ায় ৩৪৪ এ গিয়ে। বৃষ্টি থেমে গেলেও ঘুরে দাঁড়াতে পারেনি কিউই যুবারা। তবে শেষ দিকে ডানলপ ও হারপারের ব্যাটিং দৃঢ়তায় ব্যবধান কমালেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি তারা। ডানলপের ব্যাট থেকে আসে অপরাজিত ৪৮ রান ও হারপারের ব্যাট থেকে আসে অপরাজিত ৩৫ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৭ রান তুলতে পারে কিউই যুবারা। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নেন শরিফুল ও হাসান মাহমুদ আর একটি করে উইকেট নেন অভিষেক,শামীম ও মৃত্যুঞ্জয়।
এর আগে সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার যুবাদের দলপতি আকবর আলী। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ভুল করেননি দুই উদ্বোধনী ব্যাটসম্যান অনিক সরকার ও তামিম। দুইজনের দুর্দান্ত শুরুটা বড় রানের ভিত করে দেন। দলীয় ৯১ রানে অনিক ২৬ রান করে ফিরে গেলে ভাঙ্গে তাদের জুটি। অনিক ফিরলেও ব্যাট হাতে চার ছক্কার ফোয়ারা ফোটাতে থাকেন তামিম তুলেন নেন শতক। তবে শতকের পর আর স্থায়ী হতে পারেননি তিনি ১৩ চার ও ২ ছক্কার সাহায্যে ৭৩ বলে ১০২ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। তামিম ফিরে গেলে দুই পাশ থেকে দারুন সব শট খেলতে থাকেন, তৌহিদ হৃদয়,ইমন, শাহদাত ও শামীমরা। হৃদয়ের ব্যাট থেকে ৫২, ইমনের ব্যাট থেকে ৪৮ আর শাহদাতের ব্যাট থেকে অপরাজিত ৫৭ রানে। শেষের দিকে শামীম ১৪ বলে ৪২ রান করলে রানের পাহাড় গড়ে উঠে বাংলার শিবিরে। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৮৮ রান তোলে টাইগার যুবারা।
স্কোর কার্ড: বাংলাদেশ অনু-১৯ : ৩৮৮/৭ ( ৫০ ওভার) তামিম ১০২, শাহদাত ৫৭*,হৃদয় ৫২, ইমন ৪৮, শামীম ৪২
ক্যান্টেবুরি ইনভাইটেশন একাদশ: ১৯৭/৭ ( ৪৫ ওভার) ডানলপ ৪৮*, হারপার ৩৫*, শরিফুল ২/২০, মুরাদ ২/৩৯