ব্র্যাডম্যানের রেকর্ডে ভাগ বসালেন রোহিত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ব্যাটিং গড় আর ব্যাটিং শৈল্পিকতার জন্য সারা ক্রিকেট বিশ্বে ব্যাপক ভাবে পরিচিত স্যার ডন ব্র্যাডম্যান। ক্যারিয়ারের শেষ ইনিংসে মাত্র ৪ রানের জন্য ব্যাটিং গড় ১০০ হয়নি। তবুও টেস্ট ক্রিকেটে তারই সবচেয়ে বেশি গড়। রোহিত শর্মা বর্তমানে ভারতের সেরা ওপেনার ও বিশ্বের সেরা ওপেনারদের একজন। বিশ্বকাপে দাুণ একটি সময় কাটিয়েছেন তিনি ছিলেন বিশ্বকাপের সেরা রান সংগ্রাহক।

গান্ধী-মেন্ডেলা টেস্ট সিরিজের প্রথম টেস্টে আজ ওপেনার হিসেবে অভিষেক হলো ভারতের ওয়ানডে ও টি-২০ দলের নিয়মিত ওপেনার রোহিত শর্মার। ওপেনার হিসেবে অভিষেকেই করেছেন বাজিমাত। আফ্রিকার বোলারদের শাসন করে তুলে নিয়েছেন সেঞ্চুরি। দিন শেষে ১১৫ রানে অপরাজিত আছেন ভারতীয় এই ওপেনার। শিখর ধাওয়ান,পৃথ্বী শ ও লোকেশ রাহুলের পর ভারতের চতুর্থ ওপেনার হিসেবে অভিষেকে ওপেন করতে নেমে করলেন সেঞ্চুরি।

তবে আজকের দিনে অর্জনের জায়গাটা অন্য জায়গায়। সবচেয়ে বেশি গড়ের মালিক স্যার ডন ব্র্যাডম্যানের সাথে ভাগ বসালেন গড়ের দিক থেকে। ঘরের মাঠে অন্তত ১০ টি টেস্ট খেলেছেন এমন ব্যাটসম্যানদের মাঝে সবচেয়ে বেশি গড়ের মালিক এখন স্যার ডন ব্র্যাডম্যান ও রোহিত শর্মা। আজকের ম্যাচে নামার আগে রোহিতের গড় ছিলো ৮৫.৪৪ আর আজকের ম্যাচের পর ৯৮.২২ আর তাতেই ব্র্যাডম্যানের সাথে একটি জায়গায় মিলে গেলেন রোহিত। টেস্টে ডন ব্র্যাডম্যানের ঘরের মাঠে গড় ৯৮.২২ যা আজকের দিনশেষে রোহিতের সমান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »