নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০১৯ সালকে বলা হয় হ্যাট্রিকের বছর। টি২০ ক্রিকেটে ১১টি হ্যাট্রিকের ৫টিই হয়েছে ২০১৯ সালে। বছরের প্রথম হ্যাট্রিক করেন রশিদ খান এবং সর্বশেষ নরম্যান ভানুয়া এ মাইলফলক স্পর্শ করেন। রশিদ খান এবং লাসিথ মালিঙ্গা শিকার করেন ৪ বলে ৪ উইকেট।
আজ (১৯’শে অক্টোবর) টি২০ বিশ্বকাপ ২০২০ এর বাছাইপর্বের তৃতীয় ম্যাচে আসিসি একাডেমি স্টেডিয়ামে বারমুডার বিপক্ষে হ্যাট্ট্রিক করে অস্ট্রেলিয়ান গ্রেট ব্রেট লির পাশে নাম লেখালেন পাপুয়ানিউগিনির পেসার নরম্যান ভানুয়া।
বারমুডার বিপক্ষে ইনিংসের তৃতীয় ওভারের শেষ তিন বলে ডিওন স্টভেল, কামাউ লিভারক এবং ডেউন্তে ডারেলকে ফিরিয়ে ২য় বোলার হিসেবে আইসিসির কোন টি২০ ইভেন্টে এবং ১১তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে হ্যাট্ট্রিক করেন ভানুয়া। প্রথম বোলার হিসেবে ২০০৭/২০০৮ টি২০ বিশ্বকাপে বাংলাদেশর বিপক্ষে সাকিব আল হাসান, মাশরাফি বির মর্তুজা এবং অলক কপালিকে ফিরিয়ে প্রথম হ্যাট্ট্রিক করেন অস্ট্রেলিয়ান গ্রেট ব্রেট লি।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে ১১ তম হ্যাট্ট্রিক এটি। এর আগে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে হ্যাট্ট্রিক করেন ব্রেট লি, ওরাম, টিম সাউদি, পেরেরা, মালিঙ্গা, ফাহিম আশরাফ, রশিদ খান, মালিঙ্গা, মোহাম্মদ হাসনাইন এবং খাওয়ার আলী।