নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলমান আইসিসি বিশ্বকাপ মহারণে সেমি ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে নিজেদের চতুর্থ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। মঙ্গলবার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস ওয়ান ও টু।
বিশ্বকাপের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের চেয়ে ঢেড়গুণ এগিয়ে শ্রীলঙ্কা। বিশ্বকাপে খেলা ০৩টি ম্যাচের তিনটিতেই টাইগারদের বিপক্ষে জয়লাভ করেছে শ্রীলঙ্কা। তবে ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে তামিম, সাকিব, মাশরাফিদের পারফরম্যান্সে বর্তমানে টাইগারদের চেয়ে বেশ পিছিয়ে পড়েছে লঙ্কানরা।
আইসিসির প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে লঙ্কানদের থেকে দুই ধাপ এগিয়ে আছে বাংলাদেশ। টাইগার’রা ৯০ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে তালিকার ৭ নম্বরে আর ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ৯ম স্থানে শ্রীলঙ্কা।
এদিকে ব্রিস্টলে বিশ্বকাপের শেষ ম্যাচটি বৃষ্টিতে পন্ড হয়েছিল। আজকের বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচেও বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। ব্রিস্টলে আজ সারাদিন বৃষ্টির পূর্বাভাস। এমন পূর্বাভাসে ‘ভীত’ দুই দলই। যদি সেরকম কিছু হয় তবে ১-১ করে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হবে উভয় দলকে।