নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ফুটবলের সবচেয়ে বড় ইভেন্ট, দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের পর্দা উঠার বাকি আর মাত্র ২ দিন।আগামী ২০ নভেম্বর (রবিবার) স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে প্রায় এক মাসের এই ফুটবল মহাযজ্ঞ।
ফুটবল বিশ্বকাপ মানেই সারাবিশ্ব জুড়ে যেন এক মহা উৎসব।বিশ্বকাপের উন্মাদনার হাওয়া বইছে বাংলাদেশেও।পছন্দের দলকে সমর্থন দিতে
ফুটবল ভক্তদের কতশত আয়োজন! একে অপরের সাথে পাল্লা দিয়ে পছন্দের দলের পতাকা উড়িয়ে ও জার্সি গায়ে পছন্দের দলের সমর্থনে মাতোয়ারা।
তবে এবার নিজের পছন্দের দলের সমর্থনে কিছুটা ব্যতিক্রমী পন্থা অবলম্বন করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই অধিনায়ক সাকিব-তামিম।নিজ নিজ দলকে মাঠে বসে সমর্থন দিতে দু’জনই ছুটে যাচ্ছেন কাতারে।
বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট ব্রাজিলের ডাই হার্ড ফ্যান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আর তাই নিজের পছন্দের দল ব্রাজিলকে আসরে তাদের প্রথম ম্যাচটিতে গ্যালারিতে বসে সমর্থন দিতে, কাতারে ছুটে যাচ্ছেন তামিম।আগামী ২৫ নভেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার মুখোমুখি হবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।সেই ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে কাতার যাচ্ছেন টাইগারদের ওয়ানডে কাপ্তান। আগামী ২৪ নভেম্বর কাতারের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে তামিমের।
অন্যদিকে লিওনেল মেসি ও আআর্জেন্টিনার ডাই হার্ড ফ্যান বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসান। আর তাই, ২৬ নভেম্বর আর্জেন্টিনা ও মেক্সিকোর গ্রুপ পর্বের ম্যাচটি মাঠে বসে দলকে সমর্থন দিতে কাতার যাবেন সাকিবও।পরিবারের সাথে সময় কাটাতে সাকিব এই মুহূর্তে অবস্থান করছেন আমেরিকায়।আগামী ২৫ নভেম্বর আমেরিকা থেকে সরাসরি কাতারে পৌঁছানোর কথা রয়েছে সাকিবের।