ব্রডের ঝড়ো ইনিংসে বড় পুঁজি ইংল্যান্ডের!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিরিজ নির্ধারণী শেষ টেস্টে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। ১২২ রানেই ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। তবে ওলি পোপ ও জস বাটলারের অর্ধশতকে বড় সংগ্রহের দিকে যেতে থাকে ইংল্যান্ড। দু’জনে মিলে গড়েন ১৪০ রানের বিশাল জুটি।

দ্বিতীয় দিনের শুরুতেই গ্যাব্রিয়েলের বলে ব্যক্তিগত কোনো রান যোগ না করেই ৯১ রানেই বিদায় নেন ওলি পোপ। মাত্র ৯ রানের জন্য শতক মিস করেন তিনি। তারপর একে একে জস বাটলার,ক্রিস ওকসরা বিদায় নিলে এক পর্যায়ে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২৮০ রান।

দ্বিতীয় দিনে মাত্র ২২ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে সামনে থেকে নেতৃত্ব দেন ব্রড। তার ৪৫ বলে ৬২ রানের ঝড়ো ইনিংসে স্বল্প রানেই আটকে যাওয়ার ভয়ে থাকা ইংল্যান্ড পায় বড় পুঁজি। ৯ টি চার ও ১ টি ছয়ের মার ছিলো ব্রডের ইনিংসে।

রস্টন চেজের বলে ব্রড ফিরলে ৩৬৯ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস। ইংল্যান্ডের পক্ষে পোপ সর্বোচ্চ ৯১, বাটলার ৬৭ ও রুঢ়ি বার্ন্স করেন ৫৭ রান।উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪ টি উইকেট নেন রোচ ও ২ টি করে উইকেট নেন চেজ ও গ্যাব্রিয়েল।

নিউজক্রিকেট২৪/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »