ব্যাট হাতে উজ্জল নাফিজ, তুলে নিলেন ফিফটি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জাতীয় ক্রিকেট লীগ এনসিএলের ২১ তম আসরে বরিশাল বিভাগীয় দলের হয়ে অধিনায়কত্ব করছেন জাতীয় দলের প্রথম টি-২০ অধিনায়ক শাহরিয়ার নাফিজ আবীর। বেশ কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার তিনি। তবে দুর্ভাগ্যের কারনে জায়গা হয়নি জাতীয় দলে।

টসে জিতে ফিল্ডিং করে সিলেট বিভাগীয় দলকে কামরুল ইসলাম রাব্বি ও মনির হোসেনের বোলিং তোপে মাত্র ৮৬ রানেই অলআউট করে বরিশাল। প্রথম ইনিংসে বরিশালের হয়ে ব্যাট করতে নেমে দারুন শুরু করে দুই ওপেনার শাহরিয়ার নাফিজ ও রাফসান মাহমুদ। দুইজনের জুটি থেকে আসে ৮০ রান রাফসান ফিরে যান ৩৩ করে। এ দিকে দৃঢ়তার সাথে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন দলীয় অধিনায়ক শাহরিয়ার নাফিজ।

এরই মাঝে তুলে নিয়েছেন ফিফটি। রেজানুর রহমানকে চার মেরে ৭৬ বলে তুলে নিয়েছেন ফিফটি। ফিফটি করতে চারের মার ছিলো ৯ টি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮৬ বলে ৫৬ রান করে অপরাজিত আছেন।

এই প্রতিবেদন লেখার লেখার বরিশালের সংগ্রহ ২৭.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৬ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »