“ব্যাট দিয়ে যেমন ছক্কা মারতে পারি, তলোয়ার হাতে মানুষও মারতে পারবো”

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানপোড়ন বেশ পুরনো। বিগত কয়েক বছরে এর উত্তেজনা চলে এসেছে ক্রিকেট পাড়ায়। চলমান কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা আরো বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি তর্কাতর্কিতে লেগেই আছেন আফ্রিদি-গম্ভীররা। তবে এবার সবাইকে ছাড়িয়ে গেলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ। রীতিমত কেটে ফেলার হুমকি দিলেন তিনি।

কাশ্মির ভারতের অভ্যন্তরীণ ইস্যু এমন কথায় বেশিরভাগ দেশ মেনে নিলেও পিছু হঠতে নারাজ পাকিস্তান। জম্মু-কাশ্মীরের মর্যাদা কেন্দ্র তুলে নেওয়া হয়েছে আর এর পর থেকেই একের পর এক যুদ্ধের হুমকি আসছে পাকিস্তানের পক্ষ থেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের মন্ত্রীসভার একাধিক সদস্য সরব আছেন কাশ্মির ইস্যুতে। আর তাদের দেখানো পথেই হাঁটছেন অন্য ক্রিকেটাররা।

তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি, সরফরাজ আহমেদরা আগেই নিজেদের জড়িয়ে নিয়েছেন কাশ্মির ইস্যুতে এবং নিয়মিত কথাও বলে যাচ্ছেন। এবার তাদের অনুসরণ করলেন সাবেক পাক ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্রিকেটারের ভিডিও রীতিমত ঝড় তুলেছে।

ভিডিওতে দেখা যায় জাভেদ মিঁয়াদাদ পাকিস্তানের জার্সি গায়ে খাপ থেকে তলোয়ার বের করছেন। আর একইসাথে বলছেন, “কাশ্মীরী ভাই আর বোনেরা তোমরা কোন চিন্তা করো না। আমরা সবাই তোমাদের পাশে আছি। আগে ব্যাট হাতে ছক্কা হাকিয়েছি এবার আমার হাতে আছে তলোয়ার। ব্যাট যদি পারি ছক্কা মারতে তাহলে তলোয়ার দিয়ে মানুষও মারতে পারব। আমার ব্যাট আর তলোয়ার দুটোই ধার রয়েছে।”

সম্প্রতি ভারত সরকারের ৩৭০ ধারা বাতিলের পরে মিঁয়াদাদ বলেছিলেন, “কাশ্মীরী ভাই-বোনেরা আর বাসায় বসে থাকা যাবে না।” শুধু এমনটাই না, ভারতকে লক্ষ্য করে বোমা মারারও আহবান করেন সাবেক এই ক্রিকেটার।

উল্লেখ্য, জাভেদ মিঁয়াদাদ পাকিস্তানের জার্সি গায়ে খেলেছেন ২৩৩ ওয়ানডে আর ১২৪ টেস্ট। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে তার রয়েছে ১৬০০০ এর মত রান। সাদা পোশাকে ২৩ টি শতকের পাশাপাশি মিঁয়াদাদের রয়েছে ৪৩ টি অর্ধশতক। আর একদিনের ক্রিকেটে ৮ শতকের পাশাপাশি করেছেন ৫০ টি অর্ধশতক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »