ব্যাটে-বলে উজ্জ্বল অলক কাপালি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অভিজ্ঞতার একটা মূল্য আছে সেটাই প্রমাণ করে দেখিয়েছেন ২৪ বছর ধরে ঢাকা প্রিমিয়ার লিগ দাপুটের সাথে খেলা যাওয়া অভিজ্ঞ অলক কাপালি।
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন প্রাইম ব্যাংকের এই অভিজ্ঞ ক্যাম্পেইনার।

চলতি লিগে গতকাল (২৪ মার্চ) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ব্যাট হাতে ৪৪ বলে ৩ চার ও ৩ ছক্কায়, ১০৬.৮২ স্ট্রাইক রেটে অপরাজিত ৪৭ রানের দারুণ ইনিংস খেলেন অলক। যেখানে দলের অনান্য ব্যাটাররা ব্যাট হাতে ব্যর্থ সেখানে একমাত্র ব্যতিক্রম ছিল অলক কাপালির ব্যাট।

শেষ উইকেট জুটিতে হাসান মাহমুদ এর সাথে দারুন এক জুটি করে দলকে সর্বনিম্ন স্কোরের লজ্জা থেকে বাঁচিয়েছেন অলক। কাপালির ঝড়ো ৪৭ রানের উপর ভর করে শেষ অব্দি ১৮১ রানের পুঁজি পায়ে প্রাইম ব্যাংক।

বল হাতেও ভেলকি দেখিয়েছেন অলক৷ ২১ রান খরচায় তুলে নেন গাজী গ্রুপের সেরা ব্যাটার প্রিতমের উইকেট। ব্যাটে বলে উজ্জ্বল পারফরমেন্স করেও শেষ অব্দি দলকে জিতানো হয়নি অলকের।গাজী গ্রুপের সাথে ৬ উইকেটে ম্যাচ হেরেছে প্রাইম ব্যাংক।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »