নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩০ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো স্বাগতিক ভারত। সেই সাথে ভারতের মাটিতে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ হারানোর স্বপ্নঘর ভেঙ্গে গেলো। দীপক চাহার ও শিভাম ডুবিদের আগুনঝড়া বোলিংয়ের সামনে বাংলাদেশের হয়ে একাই লড়ে গেছেন তরুণ নাঈম শেখ।
শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হাত ছাড়া করে টাইগাররা।
১৭৫ রানে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই চার মেরে ভালো শুরুর আভাস দিলেও তা ধরে রাখতে পারেননি লিটন। চাহারকে তুলে মারতে গিয়ে সুন্দরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মাত্র ৯ রানে। লিটনের বিদায়ের পর বল হাতে উজ্জ্বল সৌম্যও ফিরে যান প্রথম বলেই। মাত্র ১২ রানে দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
লিটন,সৌম্যের বিদায়ের পর বাংলাদেশের রানের চাকা সচল রাখেন তরুণ নাঈম। চাহাল, ডুবিদের ব্যাট হাতে শাসন করতে থাকেন নাঈম শেখ । ১০ ওভারে ২ উইকেটে ৭৪ রান তোলে মিঠুন-নাঈম। ওয়াশিংটন সুন্দরের বলে চার মেরে ৩৪ বলে ক্যারিয়ারের অভিষেক ফিফটি তুলে নেন নাঈম শেখ। নাঈমকে ব্যাট হাতে বেশ ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন মোহাম্মদ মিঠুন।
২৯ বলে ২৭ রান করে মিঠুন ফিরে গেলে ভাঙ্গে নাঈম-মিঠুনের ৯৮ রানের জুটি। মিঠুনের বিদায়ের পর বলেই দীপক চাহারের বলে বোল্ড হয়ে ফিরে যান প্রথম ম্যাচের নায়ক মুশফিকুর রহিম। শিভাম ডুবির বলে বোল্ড হয়ে ৪৮ বলে ৮১ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন তরুণ নাঈম শেখ। ৮১ রান করতে ছক্কা ছিলো দুটি ও চার ছিলো ১০ টি।
নাঈমের বিদায়ের পর প্রতি বলে বলে উত্তেজনার পারদ বাড়তে থাকে দর্শক থেকে খেলোয়াড়দের মাঝে। চাহালের বলে কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ বোল্ড হয়ে ফিরে গেলে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের জয়ের। সবার ব্যাটিং ব্যর্থতার মাঝে একাই লড়ে গেছেন নাঈম শেখ। নির্ধারিত ২০ ওভারে হারিয়ে তোলে বাংলাদেশ। ভারতের হয়ে ৫ টি উইকেট নেন দীপক চাহার, তিন উইকেট নেন শিভাম ডুবে আর একটি উইকেট নেন চাহাল। চতুর্থ ভারতীয় হিসেবে এবং নিজের ক্যারিয়ারে প্রথমবারের মত ৫ উইকেট নেন চাহার। সেই সাথে বিপ্লবকে বোল্ড করে হ্যাট্রিক তুলে নেন চাহার।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিক ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় তিন রানে শফিউল ইসলামের বলে বোল্ড হয়ে ফিরে যান গত ম্যাচে তান্ডব চালানো ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের বিদায়ের পর বাংলাদেশি বোলারদের উপর চড়াও হতে থাকে ধাওয়ান ও রাহুল। ১৬ বলে ১৯ রান করে শিখর ধাওয়ান ফিরে গেলে ভাঙ্গে তাদের ৩২ রানের জুটি।
ধাওয়ানের বিদায়ের পর শুরু হয় রাহুল ও শ্রেয়াস আইয়ারের তান্ডবলীলা। ৭ চারের সাহায্যে ৩৩ বলে ফিফটি তুলে নেন লোকেশ রাহুল। ফিফটির পর দীর্ঘস্থায়ী করতে পারেননি রাহুল। ৩৫ বলে ৫২ রান করে ফিরে গেলে ভাঙ্গে তাদের ৫৯ রানের জুটি। রাহুল বিদায় নিলেও ব্যাট হাতে অপর প্রান্তে ঝড় তুলেছিলেন শ্রেয়াস আইয়ার। ৫ ছয় ও ১ চারের সাহায্যে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন। শেষ পর্যন্ত ৩৩ বলে ৬২ রানের তান্ডব থামে সৌম্যের বলে।
শেষ দিকে মানিস পান্ডের ১৩ বলে ২২ রানে ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে ভারত। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন শফিউল ও সৌম্য আর একটি উইকেট নেন আল-আমিন।
স্কোরকার্ড:
বাংলাদেশ: ১৪৪/১০( ওভার ১৯.৩) নাঈম ৮১, মিঠুন ২৭, দীপক চাহার ৬/৭ , ডুবে ৩/৩০
ভারত ১৭৪/৫ ( ভারত ২০ ওভার) শ্রেয়াস ৬২, রাহুল ৫২, সৌম্য ২/২৯, শফিউল ২/৩২।