ব্যাটিং ব্যর্থতার পর আফ্রিকার বোলিং নৈপুণ্য

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দুই ম্যাচ টেস্ট সিরিজের ১ম ম্যাচ ড্র হওয়ার পর ২য় টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬০ রানে অলআউট হওয়ার পর উইন্ডিজকেও দাঁড়াতে দেয়নি আফ্রিকা। ১ম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ উইন্ডিজের।

 

প্রভিডেন্স পার্কে প্রথমে ব্যাট করতে নেমে সামারা জোসেফ ও সিলস এর বোলিং তোপে পড়ে ৫৪ ওভারে ১৬০ রানে অলআউট হয় আফ্রিকা। দলের হয়ে ৬০ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন ১০ নাম্বারে ব্যাট করতে নামা ডেন পিট। বেডিংহাম ২৮ ও ১১ নাম্বারে ব্যাট করতে নামা বার্গার ২৩ রান করেন। ৯৭ রানে ৯ উইকেট পতনের পর ডেন পিট ও বার্গার ১০ম জুটিতে ৬৩ রান করে দলকে লড়াইয়ে রাখেন। সামারা জোসেফ ৫ ও জেইডেন সিলস ৩ উইকেট শিকার করেন।

 

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ উইন্ডিজের। ক্যাচি কার্তি ২৬ রান করেন। ৩৩ রান করে অপরাজিত আছেন জেসন হোল্ডার। আফ্রিকার হয়ে মুলদার ৪, বার্গার ২ ও মহারাজ ১ উইকেট শিকার করেন।

 

৩ উইকেট হাতে রেখে ১ম দিন শেষে এখনো ৬৩ রানে পিছিয়ে আছে উইন্ডিজ।সিরিজের ১ম ম্যাচ ড্র হওয়ায় এই ম্যাচে জয়ী দল সিরিজ জিতবে।

 

টেস্ট সিরিজ শেষে টি২০ সিরিজে মুখোমুখি হবে দুই দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »