ব্যাটিং ব্যর্থতার জন্য ফিল্ডিংয় অজুহাত দেখলেন ডমিঙ্গো

নিউজ ডেস্ক »

প্রথম টেস্ট ড্রয়ের পরে দ্বিতীয় টেস্টে হারের সম্মুখীন বাংলাদেশ। স্বাগতিক লংকানদের দুর্দান্ত ব্যাটিং এর পরে ওদের বোলিংয়ের সামনেও প্রতিরোধ গড়তে পারেনি তামিম – মুশফিকরা। তৃতীয় দিন শেষে এখন হারের শঙ্কায় বাংলাদেশ।এই বিপর্যয়ের জন্য ক্রিকেটারদের ক্লান্তিকে দায়ী করছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

 

 

দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে টাইগারদের খাটিয়েছে ১৫৯ ওভার। ডমিঙ্গো মনে করেন, ফিল্ডিংয়ের এই ক্লান্তি নেতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশের ব্যাটিংয়ে। দীর্ঘক্ষণ ফিল্ডিং করার ক্লান্তিতে ব্যাটিং খারাপ হয়েছে বলে মনে করেন এই আফ্রিকান কোচ ।

 

 

ডমিঙ্গো বলেন, ‘কয়েকটি কারণে এরকম হয়েছে। গত ৪-৫ দিন তারা মাঠে অনেক বেশি সময় কাটিয়েছে। মানসিকভাবে তারা হয়ত ক্লান্ত, ৩৭০ ওভারের মত ফিল্ডিং করে। ক্রিকেটার হিসেবে এটা মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত করে তোলে। এটা একটা কারণ হতে পারে।’

 

 

এরপরও ডমিঙ্গো জানান তিনি কোন অজুহাত দিয়ে চাননা, তার ভাষ্য, ‘কোনো অজুহাত নেই…’! তিনি আরও বলেন, ‘ছেলেরা অনেক চেষ্টা করেছে। আমি কোনো অজুহাত দিচ্ছি না, তবে ফিল্ডিংয়ে আমরা অনেক বেশি সময় কাটিয়ে ফেলেছি। চার পাঁচ দিন দাঁড়িয়ে থাকার পর মানসিকভাবে দুর্বল করে ফেলে। আমাদের ব্যাটিং ব্যর্থতার একটা কারণ হয়ত এটাই।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »