https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে বাট করতে নামা দক্ষিণ আফ্রিকা শুরুর দিকের ব্যাটিং বিপর্যয় সামলে ২২৭ রানের মাঝারী সংগ্রহ পেয়েছে।
শুরুতে ব্যাট হাতে নামা দুই ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি কক দুজনেই ছিলেন ব্যর্থ। দলীয় ২৪ রানেই দুই ওপেনার ফিরে গেলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ৫৪ বলে ৩৮ রানের ধীর গতির ইনিংস খেলে যুভেন্দ্র চাহালের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। এদিকে মিডল অর্ডারে থাকা ডসেন, মিলারের ছোট সংগ্রহ এবং শেষের দিকে ক্রিস মরিসের ৩৪ বলে ৪২ রানের ক্যামিও এবং কাগিসো রাবাদার ৩৫ বলে ৩১ রানের ইনিংসে ভর করে ইনিংসের শেষ বলে ৯ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ২২৭ রান।
ভারতের হয়ে বল হাতে একাই ৪ উইকেট নেন যুভেন্দ্র চাহাল। এছাড়া বুমরাহ ২টি, ভুবনেশ্বর ২টি এবং কুলদিপ যাদব নেন ১টি করে উইকেট।