নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ট্রাইনেশন সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান। টস জিতে ব্যাট করার সিদ্বান্ত নেন আফগান দলপতি রশিদ খান।
প্রথম ওভার বল করার জন্য বাংলাদেশ কাপ্তান সাকিব আল হাসান বল তুলে দেন অলরাউন্ডার সাইফুদ্দিনের হাতে। ইনিংসের প্রথম বলেই রহমানউল্লাহ গুরবাজকে দারুণ এক ডেলিভারিতে ক্লিন বোল্ড করেন সাইফুদ্দিন। এরপরই বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব। নিজের প্রথম ওভারে আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইকে সাজঘরে ফেরান সাকিব নিজে। ৩ নম্বরে ব্যাটিং করতে আসা নাজিব তারকাইকে আবারো সাইফুদ্দিন ফিরিয়ে দিলে বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। আসঘার আফগানের সাথে বিপর্যয় কাটানোর চেষ্টা করলেও আবারো সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন নাজিবুল্লাহ। এই রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪১ রান।
দুই দলের একাদশ
বাংলাদেশ: সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধি), মুশফিকুর রহিম, মাহমুদুউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, নাজিব তারকাই, আসঘর আফগান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান (অধি), ফরিদ আহমেদ, মুজিব উর রহমান।