ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কার বিপক্ষে ৩য় ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছিলো বাংলাদেশ দল। তবে এই মুহূর্তে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বলাই বাহুল্য ম্যাচ জেতা তো দূরে থাক বাংলাদেশ অনেক বড় ব্যবধানে হারতে চলেছে। সকল ব্যাটসম্যানেরা ব্যর্থ হয়েছে আজ শুধু সৌম্য সরকার বাদে।

শ্রীলঙ্কার দেয়া ২৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো‌ হয়নি। বরাবরের মতো তামিম ইকবাল আজও ছিলেন ব্যর্থ। বিজয় অনেকদিন পর সুযোগ পেয়ে ব্যর্থ হন। আর বাকিরা আসা যাওয়ার মিছিলে। মুশফিক- ১০, মিঠুন- ৪, মাহমুদুল্লাহ- ৯, সাব্বির- ৭, মিরাজ- ৮। তবে অন্ধকারে আলো হয়ে আছেন সৌম্য সরকার। তিনি হাফ সেঞ্চুরি করে এখনো অপরাজিত আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দলের স্কোর ২৮ ওভারে শেষে ১২২ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »