টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম, বৃষ্টি বাধাঁয় ফতুল্লা-রাজশাহী-খুলনার ম্যাচ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আজ থেকে শুরু হয়েছে এনসিএলের ২১ তম আসর। প্রথম রাউন্ডে দেশের চারটি ভেন্যুতে খেলতে নেমে আটটি দল। ঢাকা,খুলনা,রাজশাহী ও ফতুল্লায় ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নেমেছে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা মেট্রো, বরিশাল, সিলেট, রংপুর ও খুলনা।

মিরপুর শে রে বাংলা স্টেডিয়ামে টায়ার -২ চট্টগ্রাম ও ঢাকা মেট্রোর ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক মুমিনুল হক । খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টায়ার-১ এর খুলনা ও রংপুরের ম্যাচে বৃষ্টি হানা দেয় আর তাই টস হতে দেরি হচ্ছে । রাজশাহীতে টায়ার-২ এর সিলেট ও বরিশালের ম্যাচে বৃষ্টির পর আউটফিল্ড খেলার উপযোগী না হওয়ায় টস হয়নি। । আর এদিকে ফতুল্লায় টায়ার -১ এ রাজশাহী ও ঢাকার ম্যাচে বৃষ্টির কারনে টস হতে বিলম্ব হচ্ছে।

স্কোয়াড:

চট্টগ্রাম : তামিম ইকবাল,সাদিকুর রহমান,মুমিনুল হক ( অধিনায়ক) , পিনাক ঘোষ,তাসামুল হক,মাহিদুল ইসলাম অঙ্কন ( উইকেট-রক্ষক) , মাসুম খান,মেহেদী হাসান,নোমান চৌধুরী,মিনহাজুল আবেদীন,রনি চৌধুরী

ঢাকা মেট্রো: সাদমান ইসলাম,রাকিন আহমেদ,শামসুর রহমান,মাহমুদুল্লাহ রিয়াদ,মার্শাল আইয়ুব ( অধিনায়ক), আল আমিন, জাবিদ হোসেন ( উইকেট-রক্ষক), সৈকত আলী,আরাফাত সানী,শহিদুল ইসলাম,মেহেরাব হোসেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »