সাজিদা জেসমিন »
বল হাতে এবার বিপিএলে জ্বলে উঠা এক তরুণ মেহেদী হাসান রানা। ২২গজে দৌঁড়ানোর পাশাপাশি অল্প একদিনেই দেখিয়েছেন নিজের ঝলক। খুলনা টাইগার্সের বিপক্ষে ও আজ তুলে নিয়েছেন ৩টি মূল্যবান উইকেট। ম্যাচে ফেরার আগেই প্যাভিলিয়নে ফিরিয়েছেন হাশিম আমলাকে। উইকেট তালিকায় ছাড়িয়ে গেছেন মুস্তাফিজকেও। নিজের সামর্থ্যানুযায়ী চেষ্টা করে এতদূর এসেছেন এমনটাই জানালেন গণমাধ্যমে বিবৃতিতে।
৮ ম্যাচে পেয়েছেন ১৭ উইকেট। আজকের ম্যাচে ছিলেন ম্যাচসেরা। এ পর্যন্ত ৩বার হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। বয়সভিত্তিক দল থেকেই নজরে আসা এ-ই তরুণ বিপিএল মঞ্চে এসে যেন একের পর এক আগুন ধরিয়েছেন প্রতিপক্ষের শিবিরে।
জানতে চাইলে উত্তর দিলেন – ‘বিপিএলের আগে যেমনটা ছিলাম তেমনি আছি। হয়তো আগে সুযোগ কাজে লাগাতে পারিনি বা পাইনি । সুযোগের অপেক্ষায় ছিলাম। আগে থেকে প্রস্তুত ছিলাম। তারই প্রতিফলন ম্যাচে হচ্ছে।’
উইকেট নিয়ে প্রশ্ন করলে জবাবে বলেন -‘আসলে উইকেট দেখছি নাহ, ম্যাচ বাই ম্যাচ কিভাবে ভালো করা যায় সেটা ভাবছি। মুস্তাফিজের চেয়ে আগে যাবো এমন ভেবে কিছু করছি না’
বহুদিন অফফর্মে কাটানো বন্ধু মুস্তাফিজের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতায় নামা উপভোগ করছেন কিনা জানতে চাওয়া হলে বলেন – ‘অবশ্যই উপভোগ্য। ম্যাচ বাই ম্যাচ ভালো করার চেষ্টায় আছি। ইনশাআল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে।’
বাঘা বাঘা ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করেছেন বিপিএলে। ব্যাটসম্যান কে আছে সামনে তখন অনুভূতি কেমন থাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে সোজাসাপ্টা উত্তর দেন – ‘ সামনে কে আছে ভাবি না। আমি মনে করি আমার সামর্থ্য আছে এবং সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করি। আর সঠিকভাবে কাজে লাগাতে পারি বলেই ভালো হচ্ছে।’