সাজিদা জেসমিন »
জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন খুলনার দুই ওপেনার মিরাজ এবং শান্ত। কোন উইকেট ছাড়াই দুর্দান্ত সব বাউন্ডারি হাঁকিয়ে টার্গেটের দিকে এগুতে থাকে। দলীয় ১১৫রানে শান্ত আউট হলে পার্টনারশিপ ভাঙে। মিরাজের একের পর এক বাউন্ডারিতে এরপরও খুলনা দেখেছিলো জয়ের স্বপ্ন।
১৭তম ওভারে খুলনার শিবিরে উইকেট পতন হলেও সেটি ম্যাচের ওপর তেমন একটা প্রভাব ফেলেনি৷ ক্রিজে এলেন অধিনায়ক মুশফিকুর রহিম। একপাশ থেকে শক্ত অবস্থান নিয়ে ক্রিজে দাঁড়িয়ে থাকা মিরাজ আর মুশফিক শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান। ২ওভার হাতে রেখেই ৮উইকেটে জয়লাভ করে খুলনা টাইগার্স।
এর পূর্বে টসে জিতে খুলনা টাইগার্স বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে সিলেটের ২ ওপেনার রুবেল ও ফ্লেচার। দলীয় ৬২রানের পার্টনারশিপের সময় ফ্লেভার আউট হন। এরপর চার্লস এসে জুটি গড়ার চেষ্টা করেও বেশিক্ষণ টিকতে পারেন নি। পরের ওভারে সিলেট শিবিরে জোড়া উইকেটের পতন। এরপর মোসাদ্দেক -রাদারফোর্ড জুটির উপর ভরসা করে মাঝারি সংগ্রহ পায় সিলেট। ১৫৭ রানের সংগ্রহ দাঁড় করায় খুলনার সামনে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :
সিলেট থান্ডার : ১৫৭/৪ (২০ওভার)
রুবেল ৩৯(৪৪), ফ্লেচার ৩৭(২৪)
শহীদুল ২/২৬, রবি ২/৫৮
খুলনা টাইগার্স : ১৫৮/২(১৭.৫ ওভার)
মেহেদী ৮৭(৬২), শান্ত ৪১(৩১)
রাদারফোর্ড ১/৯, এবাদত ১/২১
ফলাফল : খুলনা টাইগার্স ৮উইকেটে জয়ী।