ব্যর্থ শান্তই কোচদের ‘প্রিয়পাত্র’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে খেলতে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের ওয়ানডে দলও ঘোষণা করেছেন নির্বাচকরা। কিন্তু দলটা নিয়ে প্রশ্নের অন্ত নেই। ওয়ানডে দলে নাজমুল হোসেন শান্তর ফেরা ও মোসাদ্দেক হোসেন সৈকতের সুযোগ না পাওয়াই দল কেন্দ্রিক আলোচনার মূলে রয়েছে।

বিশেষ করে শান্ত’র অন্তর্ভুক্তি সমালোচনার খোরাক যুগিয়েছে সর্বত্র। ২০১৮ সালে এশিয়া কাপে অভিষেকের পর দুইবার ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি এ ব্যাটার। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে তার পারফরম্যান্সও নাজুক। চলমান বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ১০ ইনিংসে ১৭৬ রান করেছেন।

কিন্তু তারপরও ২৩ বছর বয়সী এ তরুণকে রাখা হয়েছে দলে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিসিবি সূত্রে জানা গেছে, কোচদের ‘প্রিয়পাত্র’ হওয়ার সুবাদেই দলে ফিরেছেন শান্ত।

যদিও ওয়ানডেতে সবার আস্থাকে ভুল প্রমাণ করেছেন তিনি। ৮ ওয়ানডে খেলে ১১.৬২ গড়ে ৯৩ রান করেছেন। ২০১৮ সালে এশিয়া কাপে অভিষেক সিরিজে তিন ম্যাচে ২০ রান (৭, ৭, ৬) করেন শান্ত। ২০২০ সালে ঘরের মাঠে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে ৩৫ রান (২৯, ৬) করেছেন। ২০২১ সালে চট্টগ্রাম ও মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে ৩৮ রান (১, ১৭, ২০) করেন তিনি।

ওয়ানডেতে ব্যাটিংয়ের তিন নম্বরে শান্তকে বারবার চেষ্টা করা হয়েছে। প্রতিবারই ব্যর্থ হয়েছেন তিনি। উপায়ন্তর না পেয়ে সাকিবকেও পাঠানো হয়েছে তিনে। যেখানে তিনি সফলও হয়েছেন। কিন্তু শান্তকে নিয়ে ন্যাড়া হয়ে বার বারই বেলতলায় যাচ্ছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা।

অথচ তাদের এমন ব্যর্থ মিশনের কারণে উপেক্ষিত মুমিনুল হক। সন্দেহাতীতভাবে দেশের অন্যতম সেরা ও পরিপূর্ণ ব্যাটার তিনি। ক্যারিয়ার জুড়ে ২৮ ওয়ানডেতে ২২.২৮ গড়ে ৫৫৭ রান করেছেন বাঁহাতি এ ব্যাটার, হাফ সেঞ্চুরি তিনটি। বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের শিখিয়ে যাওয়া বুলি এখনো বয়ে বেড়াচ্ছেন নির্বাচকরা। লঙ্কান ওই কোচ বলেছিলেন, ওয়ানডেতে অকার্যকর মুমিনুল! এমনকি টেস্টেও তাকে বাদ দিয়েছিলেন হাথুরুসিংহে। সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে মুমিনুল এখন টেস্ট দলের অধিনায়ক ও এ ফরম্যাটে দেশের সেরা ব্যাটার।

হাতের কাছে এমন অভিজ্ঞ ব্যাটার, আস্থার আশ্রয় থাকলেও টিম ম্যানেজমেন্টের চাপে নির্বাচকরা শান্ত’র দিকে আবারও হাত বাড়িয়েছেন। অবশ্য এবার নাকি নির্বাচকদের আলোচনায় ছিলেন মুমিনুল। বিসিএলের ওয়ানডে টুর্নামেন্টে অলরাউন্ড পারফর্ম করে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু ‘অজানা’ কারণে দলে নেই তিনি। মোসাদ্দেক নিজেও জানেন না কেন দলে নেই তিনি।

অনেকগুলো টেস্ট খেলার পর মাত্রই সাফল্য পেতে শুরু করেছেন এবাদত হোসেন। লাল বলের বিশেষজ্ঞ এ বোলারকে নেওয়া হয়েছে ওয়ানডে দলে। মঙ্গলবার বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিনের ব্যাক ইনজুরি আছে। তাসকিন সেরে না উঠলে দ্রুতগতিতে বোলিং করার বোলার নেই। তাই এবাদতকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য জানালেন, সবার সম্মতিতেই ওয়ানডে দল গড়া হয়েছে। তিনি বলেছেন, ‘আমরা যে পদ্ধতিতে যাই, হেড কোচ, অধিনায়ক সবার সঙ্গে আলোচনা করেই স্কোয়াডটা তৈরি করা হয়েছে। এবং সবার সম্মতিক্রমেই স্কোয়াডটা দেওয়া হয়েছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »