ব্যর্থতার দায় নিলেন মাশরাফি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে স্বপ্ন নিয়ে গিয়েছিল সেমি ফাইনালের। শেষ চারে তো থাকা হলোই না দশ দলের মধ্যে ৮ নম্বর অবস্থানে থেকেই দেশে ফিরেছে বহর। বিশ্বকাপে একমাত্র সাকিব আল হাসানকে নিয়েই সমালোচনার সুযোগ পাননি কতিপয় ক্রিকেট ভক্তরা বাকিদের উপর দর্শকদের ঝাঁঝ ঝারার মাত্র যে কতটুকু ছিল সেটা অনুমান করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দিকে তাকালেই।

একটু পেছনে দেখা যাক। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ দলকে কোয়ার্টার ফাইনেল নেয়ার ক্ষেত্রে দলের অধিনায়ক মাশরাফিকে প্রশংসার জোয়াড়ে যেখানে ভাসিয়েছিলেন সবাই। কিংবা গত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে দলকে নিয়ে যাওয়ার পর সমালোচকরা এক প্রকার গর্তে লুকিয়ে পড়েছিলেন। কিন্তু এবারের বিশ্বকাপে ৮ ম্যাচে মাশরাফির ১ উইকেট নেয়া কিংবা দলের অন্য সদস্যদের ব্যর্থতায় আবারও তেতে উঠেছে ভক্তকূল।

বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশ দল আজ (রবিবার) দেশে ফিরে এসেছে। বিমান বন্দরে দাঁড়িয়েই মাশরাফি জানালেন ব্যর্থতার দায় তার। ‘প্রথমত পুরো দল ভালো করতে না পারলে সমালোচনা ও ব্যর্থতার দায়ভার আমাকেই নিতে হবে। এটাই স্বাভাবিক। এখানে আমি না থেকে অন্য কেউ থাকলেও নিতেই হতো। পুরো দায়ভার নিচ্ছি।’

‘একই সময়ে সমালোচনা হচ্ছে। এটা যেকোনো টুর্নামেন্ট বা সিরিজের পরই হয়। আর বিশ্বকাপ বলে এটা হওয়াটাই স্বাভাবিক। তবে কিছু জিনিস আমাদের পক্ষে গেলে ফলাফল ভিন্ন হতো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »