এবাদ হোসেন সামী »
সদ্য প্রকাশিত আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। যেখানে সেরা দশে নেই কোন বাংলাদেশি বোলার। সেরা দশে সবচেয়ে বেশি ৩জন বোলার নিউজিল্যান্ডের। অস্ট্রেলিয়ার দু’জন এবং ভারত,আফগানিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্থানের একজন করে আছেন।
সেরা দশে বাংলাদেশের কেউ না থাকলেও বাংলাদেশিদের মধ্যে সবার উপরে মেহেদী হাসান মিরাজ। সদ্য প্রকাশিত আইসিসির ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে ১২তম অবস্থানে আছেন বর্তমানে দলের সেরা একাদশের বাইরে থাকা মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের এই অফ স্পিনারের রেটিং পয়েন্ট ৬২৬। আফগানিস্তানের বোলার রশিদ খান আছেন ১১ নাম্বারে
সদ্য প্রকাশিত এই বোলিং র্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন নিউজিল্যান্ডের সুইং মাষ্টার ট্রেন্ট বোল্ট। ৭২৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন সবার শীর্ষে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে ৭১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন ভারতের জাসপ্রিত বুমরা। তিনে রয়েছেন আফগানিস্তানের মুজিবুর রহমান। তার রেটং পয়েন্ট ৭০১। সেরা দশে একমাত্র স্পিনারই আফগানিস্তানের তরুণ তুর্কি মুজিব-উর রহমান।