নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ১২৪ রানে পিছিয়ে আছে পাকিস্তান।
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে ৩ উইকেটে ১৮৭ রান নিয়ে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। তবে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে এদিন আর সুবিধা করতে পারেনি অজি ব্যাটাররা। মধ্যাহ্ন বিরতির আগে প্রথম ইনিংসে ৩১৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশানে ৬৩ ও মিচেল মার্শ ৪১ রানে আউট হন। পাকিস্তানের আমের জামাল ৩টি, শাহীন আফ্রিদি, মীর হামজা ও হাসান আলী ২টি করে এবং আঘা সালমান ১টি উইকেট নেন।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় সেশনটা বেশ ভালোভাবেই কাটিয়ে দেয় পাকিস্তান। ১ উইকেটে ৬৮ রান নিয়ে চা বিরতিতে যায় পাকিস্তান। তৃতীয় সেশনে অজিরা দারুণভাবে ঘুরে দাড়ায়। আব্দুল্লাহ শফিক ৬২ ও শান মাসুদ ৫৪ রান করে আউট হন। দিন শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ দাড়ায় ৮ উইকেটে ১৯৪ রান। রিজওয়ান ২৯ ও জামাল ২ রানে অপরাজিত আছেন। অজি বোলার কামিন্স ৩টি, লিযন ২টি এবং হ্যাজালউড ১টি উইকেট নেন।
নিউজক্রিকেট২৪/আরএ