বোর্ড কর্তাদের এক হাত নিলেন সাবের হোসেন চৌধুরী

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ দল বর্তমানে বেশ পরিণত এতে কোনো সন্দেহ নেই। তবে এই পরিবর্তনের সূত্রপাত যার হাতে হয়েছে তিনি হলেন সাবে হোসেন চৌধুরী। তিনি বিসিবির সভাপতি থাকা কালেই বাংলাদেশ ক্রিকেট দল পেয়েছে টেস্ট স্ট্যাটাস। ১৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বোর্ডের সভাপরি ছিলেন সাবের হোসেন। বর্তমান সময়েও তাই দেশের ক্রিকেটের খোঁজটা বেশ নজরে রাখেন তিনি।

সম্প্রতি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের দায়ে বরখাস্ত করা হয়েছে স্টিভ রোডসকে। পাশাপাশি চুক্তি নবায়ন করা হবে না কোর্টনি ওয়ালশ কিংবা সুনিল যোশির সাথেও। ফলে পুরো কোচিং স্টাফ ঢেলে সাজাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা স্পষ্ট।

এবার সেই ইস্যুতেই বিসিবি কর্তাদের এক হাত নিলেন সাবেক বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি তার টুইটারে একটি পোস্টে লেখেন, ‘গত আট বছরে ৬ জন হেড কোচকে বিদায় করেছে বিসিবি। সিডন্স, ল (স্টুয়ার্ট ল), পাইবাস, জার্গেনসন, হাথুরুসিংহে, রোডস। কোচরা আসে কোচরা যায় কিন্তু যারা তাদের নিয়োগ দিচ্ছেন তাদের মধ্যে পরিবর্তন আসে না কেন। বোর্ড কেন জবাবদিহিতার বাইরে থাকবে?’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »