নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ।পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের বোনাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ৩ কোটি ২০ লাখ টাকার চেকের স্মারক তুলে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক ঘোষণা দেন, এই বোনাসের টাকার কিছু অংশ বন্যার্তদের সহায়তায় দেবেন ক্রিকেটাররা।
বোনাসের অর্থ থেকে বন্যার্তদের সাহায্য করার ঘোষণা দিয়ে শান্ত বলেন: আমরা সবাই জানি দেশের পরিস্থিতি খুব খারাপ। এখনো সবাই খুব কষ্ট করছেন। বন্যার যে অবস্থাটা ছিল, এখনো অনেক মানুষ বিপদে আছে, কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ওখান থেকে সবাই দেশের মানুষ অনেক কষ্ট করছে, তাদের পাশে থাকার চেষ্টা করছে।আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম, দলের পক্ষ থেকে সবাই রাজি হয়েছে এখান থেকে একটা অংশ তাদের সহায়তা করার জন্য যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব।