সাজিদা জেসমিন »
বঙ্গবন্ধু বিপিএলের আসর প্রায় শেষের পর্যায়ে। এলিমিনেটর পর্ব শেষে ফাইনাল পর্যন্ত এগিয়েছে খুলনা টাইগার্স এবং রাজশাহী রয়্যালস। বলা বাহুল্য, এবার নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে বিপিএল। তাই এ-ই ম্যাচ নিয়ে আগ্রহের শেষ নেই। কে হতে চলেছে এবারের চ্যাম্পিয়ন?
১৭জানুয়ারি মাঠে গড়াবে মুশফিকের খুলনা টাইগার্স বনাম রাসেলের রাজশাহী রয়্যালসের মধ্যকার ফাইনাল ম্যাচ। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে এ-ই ম্যাচ। থাকছে নানান আয়োজন। আর তাই টিকিটেও বেড়েছে মূল্য। বিসিবি সম্প্রতি টিকিট মূল্য প্রকাশ করেছে।
তথ্যমতে, উত্তর এবং দক্ষিণ গ্যালারির টিকিটমূল্য রাখা হয়েছে ৪০০ টাকা। পূর্ব গ্যালারির মূল্য ১০০টাকা বাড়িয়ে করা হয়েছে ৩০০টাকা। ক্লাব হাউসের টিকিট মূল্য ও বাড়ানো হয়েছে। গ্রুপ পর্বে যে টিকিটের মূল্য ছিলো ৫০০টাকা, সেটিকে ৭০০টাকা করা হয়েছে।
বিশেষ এ-ই ম্যাচে সবচেয়ে বেশি মূল্য নির্ধারণ করা হয়েছে গ্রান্ড স্ট্যান্ডের। গ্রুপ পর্বে যার দাম ছিলো ২০০০টাকা, বর্তমানে এটি ৩০০০ টাকায় উন্নীত করা হয়েছে।