‘বেবি এবি’ ও ইবাদতকে হারিয়ে সেরা পিটারসেন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের সেরা ক্রিকেটার হওয়া কিগান পিটারসেন পেলেন আরও বড় স্বীকৃতি। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে এই দক্ষিণ আফ্রিকান ব‍্যাটসম‍্যান জিতে নিলেন ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর পুরস্কার। জানুয়ারি মাসের সেরার লড়াইয়ে তার সঙ্গে পেরে উঠলেন না স্বদেশী তরুণ ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিস ও বাংলাদেশের পেসার ইবাদত হোসেন।

গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া এই সম্মাননা জেতা ক্রিকেটারের নাম সোমবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। মেয়েদের মাস সেরা হয়েছেন ইংল্যান্ডের হিদার নাইট।

জানুয়ারিতে ঘরের মাঠে ভারতকে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্ট হেরে পিছিয়ে পড়া দলকে ঘুরে দাঁড়াতে বড় অবদান রাখেন পিটারসেন। ৬ ইনিংসে ৪৬ গড়ে সর্বোচ্চ ২৭৬ রান করে ডানহাতি এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান জেতেন সিরিজ সেরার পুরস্কার। এই পারফরম্যান্স তাকে এবার এনে দিল মাস সেরার স্বীকৃতিও।

এই পুরস্কার জেতার হাতছানি ছিল ইবাদতের সামনেও। গত মাসে নিউ জিল্যান্ডে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে এই পেসারের ছিল বড় ভূমিকা। মাউন্ট মঙ্গানুইয়ের ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে তিনি একাই ম‍্যাচ ঘুরিয়ে দেন বাংলাদেশের দিকে। ২১ ওভারে ৬ মেডেন নিয়ে ৪৬ রানে নেন ৬ উইকেট; দেশের বাইরে বাংলাদেশের যা সেরা বোলিংয়ের রেকর্ড।

দুই ম্যাচের সিরিজে ৯ উইকেট নিয়ে ইবাদত জায়গা করে নিয়েছিলেন মাস সেরার সংক্ষিপ্ত তালিকায়। এর আগে বাংলাদেশ থেকে এই তালিকায় ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নাসুম আহমেদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »