সাকিব শাওন »
মুস্তাফিজ বাংলাদেশের একজন প্রতিভাবান পেস বোলার। অভিষেক থেকে দারুণ ফর্ম দেখিয়ে যাচ্ছেন গোটা বিশ্বকে। মাঝে কিছু সময় ইনজুরিতে থাকার কারণে ফর্ম থেকে ছিটকে যান তিনি। আর এ কারণে গেলো বছর খুব ভালো একটা ফর্মে ছিলেন না এই পেসার।
এসব কারণেই চলতি বছর কেন্দ্রীয় চুক্তিতে অধপতন হয়েছে ফিজের। গত বছরের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে মুস্তাফিজ ছিলেন ‘এ’ গ্রেডে।
কিন্তু বিসিবির সদ্য ঘোষিত চলতি বছরের কেন্দ্রীয় চুক্তিতে এই পেসার এক ধাপ পিছিয়ে জায়গা হয়েছে ‘বি’ গ্রেডে। আর তাঁকে তালিকাভুক্ত করা হয়েছে শুধুমাত্র সাদা বলের জন্য। নতুন এই চুক্তি অনুযায়ী তাঁর মাসিক বেতন ২ লাখ টাকা থেকে কমে ১ লাখ টাকা হয়েছে।
সর্বোচ্চ বেতন ভুক্ত খেলোয়াড় এখন তামিম ইকবাল ৬ লাখ ৩০ হাজার টাকা। এরপরেই রয়েছেন মুশফিকুর রহিম তাঁর বেতন ৬ লাখ ১০ হাজার টাকা।