বৃষ্টি থেমেছে চট্টগ্রামে, আকাশ পরিষ্কার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সকাল থেকেই কাঁদছে চট্টগ্রামের আকাশ। এর জন্য চট্টগ্রাম টেস্টের শেষ দিনে মাত্র মিনিট সাতেকের জন্য খেলা মাঠে গড়িয়েছিল। এর পরে আবার বৃষ্টি শুরু হলে এখনো থামে নি। শেষ দিনে ম্যাচ জেতার জন্য আফগানদের প্রয়োজন মাত্র চারটা উইকেট।

কিন্তু এমন সমীকরণের সামনে যখন আফগানরা দাঁড়িয়ে তখনই বাঁধা হয়ে এল বৃষ্টি। ম্যাচ বাঁচাতে পুরো দিন ব্যাট করা যেখানে বাংলাদেশের জন্য ছিলো অসম্ভব তখনই আশীর্বাদ হয়ে আসলো এই বৃষ্টি।

সকাল থেকেই অপেক্ষা বৃষ্টি থামার। কিন্তু বৃষ্টি থামবে কি উল্টো বেড়েই চলছে। আর এতেই কপাল পুড়েছে আফগানিস্তানের। দুপুরে একটা সময় চট্টগ্রামের আকাশে সূর্যি মামাকে দেখে আবার আশায় বুক বাঁধতে থাকে রশিদ খানরা। কিন্তু খেলা মাঠে গড়াবার একটু পরেই আবারো বৃষ্টি চলে আসে।

তবে এখনো ধারণা করা হচ্ছে যদি বৃষ্টি শেষ বিকেলে কমে আসে তাহলে খেলা মাঠে গড়াতেও পারে আবার। আর যদি বৃষ্টি না কমে তাহলে আর খেলা হওয়ার সম্ভবনা নেই। যদি আর খেলা না হয় তবে “ড্র” ঘোষণা করা হবে চট্টগ্রাম টেস্ট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টি থেমেছে। আকাশও পরিষ্কার হয়েছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ায় বেশি সময় লাগবে না মাঠ খেলার উপযোগী করে তুলতে। দেখা যাক শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ালেও চট্টগ্রাম টেস্টে কোন ফলাফল আসে কিনা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »