https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দশ দলের মধ্যে অন্যতম একটি দল হল আফগানিস্তান। বাছাই পর্বের বাধা উৎরে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন তাই সব দলই আন্তর্জাতিক সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে মনের মত করে।
এরই ধারাবাহিকতায় স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে আফগানরা। প্রথম ম্যাচ বৃষ্টি বাধায় পণ্ড হবার পর দ্বিতীয় ম্যাচেও দেখা দিয়েছে বেরসিক বৃষ্টি।
শুরুতে ব্যাট করতে নামা স্কটল্যান্ড ম্যাকলয়েডের সেঞ্চুরি এবং ওপেনার কোয়েটজারের ৭৯ রানের সাথে অন্যান্য ব্যাটসম্যানদের ছোট ছোট সংগ্রহে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রান করে। আফগান বোলারদের মধ্যে গুলবদিন নাইব ৩টি এবং হামিদ হাসান ও আফতাব আলম নেন ২টি করে উইকেট।
আফগানিস্তানের ইনিংসের মাঝখানে বৃষ্টি হানা দেয়ার আগে ওপেনার শাহাজাদের ব্যাট থেকে আসে ৫৫ রান। অন্যদিকে তিনে নামা রহমতউল্লাহর ব্যাট থেকে ১১৫ বলের বিনিময়ে আসে ১১৩ রান। বৃষ্টি নামার আগে হাসমতউল্লাহ ৫৯ রান এবং আজগর অপরাজিত ছিলেন ২২ রানে। শেষের দিকে বৃষ্টি আর না থামলে ৪৪.৫ ওভারে আফগানদের ২৬৮ রানের লক্ষ্য বেঁধে দেয়া হয়। যেখানে আফগানদের স্কোর ছিল ৪৪.৫ ওভারে ২৭৯। ফলে দুই ডিএল মেথডেয়াফগানরা জয় পায় ২ রানে।