নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এনসিলের উদ্বোধনী দিনে মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ঢাকা-চট্রগ্রাম। যদিও এই মুহুর্তে বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ রয়েছে। বৃষ্টি হানা দেওয়ার আগ মুহুর্ত পর্যন্ত ৩ উইকেট হারিয়ে চট্রগ্রামের সংগ্রহ ১১৪ রান।
চট্রগ্রামের হয়ে সাদিকুর রহমান ৫১, তামিম ইকবাল ৩০ এবং অধিনায়ক মমিনুল হকের সংগ্রহ ১১ রান। এই মুহুর্তে অপরাজিত আছেন পিনাক ঘোষ ও তাসামুল হক।
অনেক দিন পর জাতীয় লীগে ফিরে বল হাতে বাজিমাত অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের। চট্রগ্রামের হারানো ৩ উইকেটের সবকটাই নিজের ঝুলিতে নিয়েছেন সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ।
সকাল থেকে বৃষ্টির সংশয় নিয়ে শুরু হওয়া ম্যাচটিতে অবশেষে হানা দিলো বৃষ্টি,যার কারণে খেলা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ম্যাচ পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন নিউজক্রিকেট টোয়েন্টিফোরে।