বৃষ্টির তান্ডবে যুবাদের ম্যাচ পন্ড হলো

সাজিদা জেসমিন »

গত ৩ জানুয়ারি, রোজ শুক্রবার বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দিয়েছিলো বাংলাদেশ যুবা দল। ৪ জানুয়ারি তারা পৌঁছায়। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) আফগানিস্তান যুবা দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল আকবর আলির নেতৃত্বাধীন বাংলাদেশ যুবা ক্রিকেট দলের।

গতকাল বৃষ্টির প্রকোপে ম্যাচ মাঠ পর্যন্ত গড়ায়নি। আজ ৮ জানুয়ারি মাঠের লড়াইয়ে মুখোমুখি হয় দু’দল। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি বাঁধায় খেলা মাঝপথেই পন্ড হয়।

শুরুতে ব্যাট করতে নেমে ১৪ওভার ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ যুবা দল। এরপর বৃষ্টির তান্ডবে ম্যাচ বন্ধ করতে হয়। স্কোরকার্ডে জমা হয় ২উইকেট হারিয়ে ৬৭ রান। নির্ভরযোগ্য মুখ তামিম ও এদিন তেমন একটা ভালো করতে পারেনি।

আগামী ৯ জানুয়ারি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পচেফস্ট্রুম যুবা দলের মুখোমুখি হবেন বাংলাদেশ যুবা দল। ১৩ জানুয়ারি প্রিটোরিয়াতে অস্ট্রেলিয়া যুবা দল ও ১৫ জানুয়ারি জোহানেসবার্গে নিউজিল্যান্ড যুবা দলের বিপক্ষে আরো দুইটি প্রস্তুতি ম্যাচ রয়েছে বাংলাদেশ যুবা দলের।

পচেফস্ট্রুমে গ্রুপ পর্বের ৩টি ম্যাচ খেলবে বাংলাদেশ যুবা দল। ম্যাচ তিনটি যথাক্রমে ১৮, ২১ ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ম্যাচ তিনটিতে বাংলাদেশ যুবা দল যথাক্রমে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও পাকিস্তান যুবা দলের সাথে খেলবে।

২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের ১৫ সদস্যের স্কোয়াড-

আকবর আলি (অধিনায়ক ও উইকেটরক্ষক), তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, শাহাদত হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, প্রান্তিক নওরোজ নাবিল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রাকিবুল হাসান ও হাসান মুরাদ।

এছাড়াও দলের সাথে সহযোগিতা হিসেবে যাচ্ছেন –

মিনহাজুর রহমান মোহন্না, রুবেল মিয়া,অমিত হাসান, এসএম মেহেরব হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, আসাদুল্লাহ হিল গালিব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »