নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে মুখোমুখি হওয়ার অপেক্ষাটা বাড়লো আফগানিস্তানের। ভারতের গ্রেটার নদিয়ায় আজ থেকে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও দিনভর বৃষ্টির কারনে টসও হয়নি।
টেস্ট ক্রিকেটে ২০১৭ সালে পা রাখে আফগানিস্তান। তৎপর এ পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে তারা। নিজেদের দশতম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো এক ম্যাচের টেস্ট সিরিজ খেলছে আফগানরা।
সর্বশেষ টি২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হেরে গ্রæপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল নিউজিল্যান্ড। সেই হারের পর সাদা পোষাকে আফগানদের বিপক্ষে টেস্ট খেলার জন্য শক্তিশালী দল নিয়েই নিউজিল্যান্ডে এসেছে টিম সাউদির নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন, লাথাম, ইয়ং, ব্রেসওয়েল, কনওয়ে, রাচিন রবিন্দ্র, গেøন ফিলিপস, ম্যাট হেনরি, এজাজ প্যাটেলরা আছেন কিউই দলে।
অপরদিকে আফগানিস্তান তারুণ্য নির্ভর দল গঠন করেছে। রশিদ খান নেই দলে। নেই আরো কতেক পরিচিত মুখ। পরিচিত মুখদের মধ্যে অধিনায়ক হাসমতুল্লাহ, আজমত উল্লাহ ওমরজাই, রহমত শাহ, ইকরাম আলিখিলরা আছেন আফগান দলে।