বৃদ্ধাশ্রম যেন কখনো বাবা-মায়ের ঠিকানা না হয় – সাকিব

সাজিদা জেসমিন »

সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল একজন নক্ষত্র। যখনি দলের খারাপ মুহূর্ত আসে, তখনি তিনি জ্বলে উঠেন কখনো ব্যাট হাতে, কখনোবা বল হাতে। ক্রিড়ামনোভাবের পাশাপাশি এ-ই নক্ষত্র যে মানবতার ক্ষেত্রেও কোমলমতি অনেকটাই। বৃদ্ধাশ্রমে কাটানো বৃদ্ধ বাবা-মায়েদের ব্যাথায় ব্যাথিত সাকিব।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক সাক্ষাৎকার অনুষ্ঠানে সাকিব বলেন বাবা মায়ের ঋণ কখনোই কোন সন্তানের পক্ষে শোধ করা সম্ভব নয়। সাকিব বলেন- ‘বাবা – মা আমাদের জন্য যে ত্যাগস্বীকার করেন তা অতুলনীয়। তা কখনো ভাষায় প্রকাশ করা অসম্ভব। ‘

এখন দেখা যায় বাবা – মা বৃদ্ধ হয়ে গেলে বিপুল সম্পদ থাকা সত্ত্বেও সেখানে একটা টুকরো জায়গা তাদের হয়না৷ সন্তানেরা তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসেন। অথচ কিনা এই বাবা – মা হাজারো কষ্ট সহ্য করে সন্তানদের লালন-পালন করেছেন। তাই সাকিবের চাওয়া পৃথিবীর কোন স্থানে যেন কোনো বৃদ্ধাশ্রমের চিহ্নমাত্র না থাকে।

তিনি বলেন- ‘বাবা-মা সেখানে কতোটা কষ্টে থাকে সেগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আশা করবো পৃথিবীর কোথাও যেন কোন বৃদ্ধাশ্রম না থাকে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »