বুড়ো মালিঙ্গার এত ঝাঁজ!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাল্লেকেলেতে নিউজিল্যান্ড। লঙ্কানদের দেয়া ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লাসিথ মালিঙ্গার বোলিং তোপে পড়েছে কিউইরা।

কিউইদের বিপক্ষে দলীয় ১৫ রানে ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে ওপেনার কলিন মুনরোকে ফিরিয়ে দেন মালিঙ্গা। একই ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে একে একে ফিরিয়ে দেন হামিস রদারফোর্ড, কলিন ডি গ্রায়ন্ডহোম এবং অভিজ্ঞ রস টেলরকে।

ইনিংসে ব্যক্তিগত কোটার ৩ ওভার করে (প্রতিবেদন লেখার সময়) মাত্র ৫ রানে ৫ উইকেট নিয়েছেন মালিঙ্গা। যেখানে এক ওভারের টানা চার বলেই ছিল ৪ উইকেট! শুধু তাই নয় এই তিন ওভারের মধ্যে আবার একটি ওভারে কোনো রানও দেননি তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৪৫ রান ৮ ওভারে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই ক্যারিয়ারের ইতি টেনেছিলেন তিনি। আসন টি-২০ বিশ্বকাপ দিয়ে নিজের টি-২০ ক্যারিয়ারের ইত টানতে যাচ্ছেন এই পেসার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »