শোয়াইব আক্তার »
জাতীয় দলে তিন ফরম্যাটেই নিয়মিত মুখ ছিলেন মেহেদি হাসান মিরাজ।ঘরের মাঠে গেল বাংলাদেশ,আফগানিস্তান,জিম্বাবুয়ে টি-২০ ট্রাই সিরিজে হঠাৎ করেই দল থেকে বাদ পড়ে যান তিনি।ফিরতে পারেন নি সর্বশেষ ভারত সিরিজে ও।এ নিয়ে আক্ষেপ নিশ্চয়-ই মনে আছে।ব্যাটে,বলে পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরতে চান এই ডানহাতি অলরাউন্ডার এমনটাই সংবাদ মাধ্যমকে জানালেন তিনি।আর এজন্য বিপিএল কে ই সবচেয়ে বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।বিশেষ করে নিজের ব্যাটিং দুর্বলতা কাটিয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলতে চান মিরাজ।
তিনি বলেন,”আমার কাছে মনে হয় প্রত্যেকটি ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রত্যেকটি ক্রিকেটারের জন্য। আর আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি বিপিএলে ভালো পারফর্ম করতে পারি তাহলে জাতীয় দলে জায়গা পাওয়াটা অনেক সহজ হবে। এরপরেও নিজের প্রতি চ্যালেঞ্জটা অনেক গুরুত্বপূর্ণ। আর সামনে বিশ্বকাপ আছে। এই বিপিএলটা অনেক বড় একটা টুর্নামেন্ট যেখানে পারফর্ম করলে হয়তো বিশ্বকাপের মঞ্চে সহজ হয়ে যাবে। এটাই চেষ্টা করছি যে ভালো কিছু করার জন্য। এর জন্য ভালো পারফরম্যান্স করার চেষ্টা থাকবে।”
ব্যাটিং সম্পর্কে মিরাজ আরও জানান,”আমি সবসময় যেটা বলি যে আমি সবসময় ব্যাটিং করতে উপভোগ করি। আর আমার দলের প্রয়োজনে যতটুকু দিতে পারি সেটা দেয়ার চেষ্টা করি। সবসময় চেষ্টা করি দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করার জন্য। আর অবশ্যই টি-টোয়েন্টিতে খুব বেশি বল পাবো না খেলার জন্য। তবে যতটুকু পাবো সেটাই যেন কাজে লাগাতে পারি এবং ভালো করতে পারি এটাই আমার ব্যক্তিগত চাওয়া।”
গত আসরে রাজশাহী কিংসের হয়ে খেললেও এবার নিজ শহর খুলনার হয়ে খেলবেন তিনি।ঘরের ছেলে হিসেবে সবার প্রত্যাশা থাকবে ভালো কিছু করার।মিরাজ ও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
মিরাজ জানান,”অবশ্যই আমার জন্য একটা চ্যালেঞ্জ থাকবে, কারণ ভালো খেলতে হবে, আর সবার প্রত্যাশা অনেক বেশি থাকবে। তাই অবশ্যই চেষ্টা থাকবে ভালো কিছু করার। খুলনা থেকে ক্রিকেট খেলে উঠেছি। এবছর আমি খুলনাতেই খেলছি। এই কারণে বাড়তি প্রত্যাশা থাকবে সবার। নিজের হোম টিমের হয়ে খেলছি এটা আলাদা একটা সুবিধা আমার জন্য যে আমাকে হয়তো ব্যক্তিগতভাবে আরো বেশি সমর্থন দিবে।”
দেশি বিদেশি মিলিয়ে এবার বেশ শক্ত দল গঠন করেছে খুলনা টাইগার্স।টুর্ণামেন্টের ট্রফির অন্যতম দাবিদার দলটি।দেশি ক্রিকেটারদের মধ্যে খুলনার দলে আছেন বাংলাদেশ জাতীয় দলের মুশফিকুর রহিম।ছাড়াও আরো আছেন নাজমুল শান্ত, আমিনুল বিপ্লব, সাইফ হাসান, মেহেদি মিরাজ, শহিদুলের মতো তরুণ তারকারা। আর বিদেশিদের মধ্যে আছে মোহম্মদ আমির, রবি ফ্রাইলিংক ও রাইলি রুশোর মত খেলোয়াড়। মিরাজ ও মনে করেন খুলনা একটি ভারসাম্যপূর্ণ দল এবং চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে।
“আসলে প্রত্যেকের লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া। আমাদেরও লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এর জন্যই আমরা খেলবো। আর আমাদের দলটিতে অনেক ব্যালেন্স আছে বলে আমি মনে করি। সব ডিপার্টমেন্টে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। আমাদের বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে, তাঁদের সঙ্গে যোগাযোগ সেভাবে করতে পারলে ভালো হবে।”
খুলনা টাইগার্স স্কোয়াডঃ
দেশি খেলোয়াড়: মুশফিকুর রহিম (অধিনায়ক), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম।
বিদেশি খেলোয়াড়: রাইলি রুশো, রবি ফ্রাইলিংক, মোহাম্মদ আমির, নাজিবুল্লাহ জাদরান, রাহমানউল্লাহ গুরবাজ।