বিয়ের পিঁড়িতে বসলেন চাহাল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনার সময়ে খেলা না থাকায়  গৃহবন্দি অবস্থায় অনেকেই অনেক কিছু করেছেন। কেউ টিকটক,কেউ বা ফানি ভিডিও,তবে ভারতের লেগস্পিনার এই সময়টাতে পড়েছিলেন ইউটিউব এবং ইনস্ট্রাগ্রাম নিয়ে। একের পর এক ভিডিও বানিয়ে হয়েছেন সমালোচিত। ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল তো একবার রেগেও গিয়েছিলেন। এসবের মাঝে ভিন্ন এক কান্ড ঘটিয়েছেন চাহাল। ইউটিউবে ধনশ্রী ভার্মা নামের এক তরুনীর নাচের ভিডিও দেখে তার সাথে আলাপ করেন চাহাল। তারপর বন্ধুত্ব, এক পর্যায়ে ঘনিষ্ঠতা। শেষ পর্যায়ে এসে সেই তরুনীর সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন চাহাল।

চলামান অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে এবং টি টোয়েন্টি দলে ছিলেন চাহাল। ওয়ানডেতে তেমন ভাল করতে না পারলেও টি টোয়েন্টি সিরিজে  ছিলেন সরুপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ভারতে ফিরেই বিয়ের পিঁড়িতে বসলেন বর্তমান সময়ে  ভারতের সেরা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।

মঙ্গলবার গুরুগ্রামে ধনশ্রী ভার্মার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। চাহালের সহ-ধর্মিণী পেশায় একজন কোরিওগ্রাফার- ইউটিউবার। শুধু তাই নয় কোরিওগ্রাফার পরিচয় বাদেও পেশায় ডাক্তার এবং ধনশ্রী ভার্মা গ্রুপের চেয়ারম্যান হিসেবেও বেশ পরিচিত চাহালের সহ-ধর্মিণী।সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করার বিষয়টি জানান চাহাল।

ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শুরুতে ধনশ্রী ভার্মার ইউটিউবে নাচের ভিডিও দেখে নাচ শিখতে চান চাহাল। সেখান থেকেই বন্ধুত্বের সম্পর্কে গড়ে উঠে দুইজনের মধ্যে।

এই নিয়ে চাহালের সহধর্মিণী ধনশ্রী জানান:
আমাদের ছাত্র-শিক্ষিকার সম্পর্ক। গত এপ্রিলের ঘটনা। ইউটিউবে আমার নাচের ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করে যুজি। লকডাউনে বেশ কিছু নতুন জিনিস শিখবে বলে ঠিক করে। তার মধ্যে নাচও ছিল। তারপর আমার কাছে ওর ক্লাস শুরু হয়। তারপর আমাদের ঘনিষ্ঠতা বাড়ে।”

উল্লেখ্য, গত আগস্টে এই দুই জনের সম্পর্কের বিষয়টি সামনে আসলে দুবাইয়ে আইপিএল চলাকালীন চাহালের সহধর্মিণীকে মাঠে দেখা যায়।

নিউজক্রিকেট / রাসেল

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »