বিস্ময় বালক রাহুল! (ভিডিও)

আওলাদ হোসেন »

ছেলেটির নাম রাহুল । অসম্ভব প্রতিভাবান একটি ছেলে। তার অসাধারণ প্রতিভার জন্য সবাই থাকে বিস্ময় বালক বলে ডাকে। তার এই অসাধারণ প্রতিভা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে অলরেডি ভাইরাল।

ভাইরাল হওয়ার পর অনেকেই তাকে ভাইরাল বালক ডাকতেও শুরু করে দিয়েছেন। তার বাসা আল-ইসলাহ, উত্তর বালুচর, সিলেট শহরেই। বয়স সবে মাত্র ১০। আর এ বয়সেই তৈরি হয়ে গেছে ক্রিকেটের প্রতি তার প্রবল আগ্রহ। যা প্রকাশ পেয়েছে বিশ্বের খ্যাতিমান বোলারদের বোলিং এ্যাকশন নকল করে দেখানোর মধ্য দিয়ে। এ বয়সেই সে নকল করে দেখাচ্ছে বিশ্বের এমন সব বোলারদের যারা বর্তমান ক্রিকেট বিশ্বকে শাসন করছেন। সেটা হোক লেগ স্পিনার, অফ স্পিনার অথবা পেস বোলার, হোক ডান হাতের অথবা বাম হাতের।

বয়স বাড়ার সাথে সাথে সে যে আরো পরিপক্ব হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না। সবাইকে মূলত মুগ্ধ করেছে তার লেগ স্পিন টা।

আফগানিস্তানের লেগ স্পিনার বর্তমান ক্রিকেট বিশ্বের ব্যাটসম্যানদের ত্রাস হিসেবে খ্যাত রশিদ খানকে সে যেভাবে নকল করে দেখালো সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে।

এছাড়াও মাশরাফি, মুস্তাফিজ, আফ্রিদি, সাকিব, মুজিব, বুমরাহ, চাহাল, কুলদীপ কার বোলিং অ্যাকশন নেই তার ঝুলিতে?

নিউজ ক্রিকেট ২৪ ডট কম প্রশ্ন রেখেছিলো এই বিস্ময় বালকের কাছে সে কিভাবে এই বোলিং অ্যাকশন রপ্ত করেছে? উত্তরে সে জানায়, ইউটিউব দেখে। শুধু ইউটিউব দেখে দেখে এই বোলিং অ্যাকশন রপ্ত করা সত্যিই অসাধারণ। তাকে ভালো করে পরিচর্যা করলে সেও হয়ে উঠতে পারে আমাদের ক্রিকেটের অনেক বড় সম্পদ। শুধু বোলিং নয় ব্যাটিং-এ কম যায় না রাহুল। এই বয়সেই একজন পরিপূর্ণ অলরাউন্ডার৷

নিচে বিস্ময় বালক রাহুলের ভাইরাল হওয়া ভিডিও দেওয়া হলোঃ

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »