নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশাল নাটকীয়তার পর দ্বিতীয় বাঙালী হিসেবে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভাপতি হিসেবে প্রায় চুড়ান্ত সৌরভ গাঙ্গুলি। এর আগে প্রথম বাঙালী সভাপতি ছিলেন প্রয়াত জাগমোহন ডালমিয়া।
গতকাল রাত সাড়ে দশটার দিকে খবর আসে সৌরভ গাঙ্গুলি নয় বরং বোর্ড সভাপতি হচ্ছেন ব্রিজেশ পাটেল। তবে বিভিন্ন আলোচনা-সমালচনার পর রাত সাড়ে এগারোটার দিকে ব্রিজেশ পাটেলের সাথে সমোঝোতার মাধ্যমে সৌরভ গাঙ্গুলির নাম চুড়ান্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তবে মাত্র দশ মাসের জন্যই তিনি বোর্ড সভাপতি হচ্ছেন সৌরভ। এরপরে ৩ বছরের জন্য সেচ্ছায় কুলিং অফে যেতে হবে গাঙ্গুলিকে। তাতে খুব একটা আপত্তি নেই তার।
ভারতীয় দৈনিক আনন্দ বাজারের সাথে মুঠোফোনে সাক্ষাৎকালে, গাঙ্গুলির অভিষেক কালীন নির্বাচক সম্বরণ বন্দ্যােপাধ্যায়কেও বেশ আশাবাদীই মনে হল। তিনি বলেন, ‘সৌরভ গাঙ্গুলির তীক্ষ্ণ মস্তিষ্কের একটা উদাহরণ আমরা পেয়েছি তার নেতৃত্বের সময়। তাছাড়া ওর কঠিন মানসিকতার কথা সবারই জানা। ভারতীয় ক্রিকেটের উপকারই হবে বৈ কি। আর সৌরভ কখনো হার মানতে জানেনা। সকল চাপকে সামলে এগিয়ে যাবে।’
প্রসঙ্গত, বিগত ৫ বছর ধরে তিনি ক্রিকেট আসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) এর সভাপতি ছিলেন। এবং দীর্ঘদিন তিনি ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং অধিনায়ক ছিলেন।