নিউজ ডেস্ক »
দীর্ঘদিন ধরে প্রোস্টেটের সমস্যায় ভুগতে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন গত কিছুদিন আগে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় ডাক্তাররা যত দ্রুত সম্ভব অস্ত্রোপচারের পরামর্শ দিলে তিনি গত ২১জুন লন্ডনে যান।
তবে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ ভাইরাসের প্রভাবে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা থাকায় তার অস্ত্রোপচার বিলম্বিত হয়। তবে আজ (বুধবার) লন্ডনের একটি হাসপাতালে বিসিবি বসের অস্ত্রোপচার করা হবে বলে নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তাছাড়া নাজমুল হাসান পাপনের সহকারী তওহিদ মাহমুদ গণমাধ্যমে জানিয়েছেন, আরো আগেই হয়ত লন্ডনে যেতে প্রোস্টেটের সমস্যা থাকায়। তবে করোনার প্রকোপে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় যেতে পারেন নি।
গত কয়েকদিন আগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব শেষ হওয়ায় নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক নাজমুল হাসান পাপন দায়িত্ব পেতে পারেন বলে রব উঠেছে সংবাদ মাধ্যমে।
নিউজক্রিকেট/এমএস