বিসিবি থেকে পদত্যাগ করা নিয়ে মুখ খুললেন নাজমুল আবেদিন ফাহিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাথে নিজের ১৪ বছরের সম্পর্ক চুকিয়ে ফেলেছেন নাজমুল আবেদিন ফাহিম।ক্রিকেট বোর্ড এর সাথে এক যুগেরও বেশি সময় ধরে যুক্ত থাকা এই প্রবীণ ক্রিকেট সংগঠক হঠাৎ করে পদত্যাগ করায় রীতিমত ক্রিকেট বোর্ডে হইচই পড়ে গিয়েছিল।কেন ক্রিকেটারদের প্রিয় “ফাহিম স্যার” হুটহাট এমন সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাপারে শুরু থেকে স্পর্শ ধারনা দিতে পারেনি কেউ।

অবশেষে বিসিবিতে নিজের কর্ম দিবসের শেষ দিনটিতে বিদায় লগ্নে সংবাদ মাধ্যমের মুখামুখি হয়ে নিজের পদত্যাগের ব্যাপারে মুখ খুললেন তিনি নিজেই।
যদিও পদত্যাগ নিয়ে স্পর্শ ভাবে কিছু না বললেও তার কথার ধরনে বুঝতে গণমাধ্যম কর্মীদের বুঝতে বাকী ছিল না কতটা আক্ষেপ নিয়ে ১৪ বছরের সম্পর্ক ইতি টানছেন বাংলাদেশ ক্রিকেটের এই অভিভাবক।

গতকাল বিসিবি ভবনে নিজের শেষ কর্মদিনে ক্রিকেট বোর্ড হতে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় তাকে।
এসময় সাংবাদিকদের মুখামুখি হয়ে পদত্যাগের ব্যাপারে নাজমুল আবেদিন ফাহিম জানান:
আমার শুরুটা কোচিং দিয়ে,আমার মূল কাজও ছিল এটা।আমি সবসময় এটা উপভোগ করেছি আমার কর্মজীবনে।কিন্তু বোর্ড এর চাহিদা অনুযায়ী অন্য দিক গুলো সামলাতে গিয়ে আমি কোচিং থেকে অনেকটা দূরে চলে এসেছি।কোচিং না করালেও খেলোয়াড়দের পাশে থাকার একটা সুযোগ ছিল আর আমি সবসময় এটা উপভোগ করে এসেছি।খেলোয়াড়দের সাথে আমার যে দূরত্ব তৈরি হয়েছে সেটাকে কমিয়ে আনতেই আমার এই সিদ্ধান্ত।মূলত স্বাধীন ভাবে কাজ করতেই আমার এই সিদ্ধান্ত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »