বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় গিবসন

মনিনুল ইসলাম »

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেন সাবেক প্রোটিয়া কোচ ওটিস গিবসন। চার্লস ল্যাঙ্গারভেল্ট চলে যাওয়ায় ফাঁকা পড়ে আছে বাংলাদেশের বোলিং কোচের জায়গাটি। বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন ওটিস গিবসন তবে এখন অপেক্ষায় আছেন বিসিবির সিদ্ধান্তের জন্য।

গ্রায়েম স্মিথ দায়িত্বে আসার পর দক্ষিন আফ্রিকার ক্রিকেট বোর্ড ও কোচিং স্টাফকে ঢেলে সাজানো শুরু করেছেন তিনি। গ্রায়েম স্মিথ দায়িত্ব আসার পর হেডকোচের দায়িত্ব দেয়া হয়মার্ক বাউচারকে। বোলিং কোচ হিসেবে পছন্দের তালিকায় ছিলেন বাংলাদেশে কার্যরত চার্লস ল্যাঙ্গারভেল্ট। দক্ষিন আফ্রিকা দলে কাজ করার সুযোগ পেয়ে বাংলাদেশ থেকে অব্যাহতি দেন ল্যাঙ্গারভেল্ট।

ল্যাঙ্গারভেল্ট চলে যাওয়ার পর ফাঁকা পড়ে আছে বোলিং কোচের জায়গাটি। ইতিমধ্যেই বোলিং কোচ খোঁজা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) । বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে কাজ করতে আসা গিবসন আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের বোলিং কোচ হিসেবে কাজ করতে। ইতিমধ্যে বিসিবির সাথে আলোচনাও হয়েছে গিবসনের তবে এখনো কোন সংকেত পাননি তিনি।

আজ রবিবার ( ১২ জানুয়ারি) বিসিবির একটা সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে তাকে নিয়ে সিদ্ধান্ত আসবে বলে জানা যায়। তবে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় আছেন গিবসন। তিনি জানিয়েছেন বিসিবির সিদ্ধান্ত আসার আগে অন্য কোথাও নিজেকে জড়াবেন না।

তিনি বলেন, ‘এখন আমার কোন পরিকল্পনা নেই। সবকিছুই বিসিবির সিদ্ধান্ত তারা জানা যে আমি যোগ দিবো কি দিবো না। তবে আমি নিজেকে ফাঁকা রেখেছি। শেষবার যখন আলাপ হলো তারপর আর কিছু শুনিনি। কাল মনে হয় একটা সভা আছে সেখানে কিছু একটা হবে বলে আশা করছি। আমি বিসিবির সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »