https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিপিএলের সপ্তম আসর শুরু হবার আগেই যেন ছাড়িয়ে গেছে আগের আসরের সব বিতর্ককে! বছরের শেষ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ বিপিএলে এবার দেখা দিয়েছে নানা অসঙ্গতি।
কিছুদিন আগেই মুশফিকুর রহিম যোগ দেন বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। এছাড়া ওপেনার তামিম ইকবালও পুরনো দল ছেড়ে পাড়ি জমিয়েছেন খুলনা টাইটান্সে। তবে এসবের যেন গোড়াতেই গলদ!
বিসিবির সাথে পুরনো সব ফ্র্যাঞ্চাইজিরই মেয়াদ শেষ হয়েছে ২০১৯ সালে। ফলে নতুন করে চুক্তি নবায়ন করতে হবে সব ফ্র্যাঞ্চাইজিগুলোকেই। কিন্তু বোর্ডের সাথে চুক্তি না করেই ফ্র্যাঞ্চাইজিগুলো যে সকল ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে সেটার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক মাহবুব আলম।
তিনি বলেন, ‘বিসিবির সাথে এখনও কারো (কোনো ফ্র্যাঞ্চাইজির) চুক্তি হয়নি। তারা যা করেছে এর সাথে বিসিবির বিসিবি কিংবা বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো সম্পর্কই নেই। বিসিবির পক্ষ থেকে কোনো আলোচনারও দরকার আছে বলে মনে হয় না। যদি আপনার সাথে কোনো চুক্তিই না থাকে তাহলে যা কিছুই করুন কোনো গ্রহনযোগ্যতা পাবে না।’