নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন প্রভাবশালী পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
আজ (বুধবার) সকাল ১১টার দিকে বিসিবির একটি হোয়াটস অ্যাপ গ্রুপে নিজেই পদত্যাগের বিষয়টি জানান সুজন। এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে।
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি ছাড়াও বিসিবির গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে ছিলেন সুজন। ২০১৩ সালে নির্বাচিত হওয়ার থেকে নাজমুল হাসান পাপনের বোর্ডের প্রভাবশালী পরিচালক ছিলেন সাবেক এই অধিনায়ক।
বিসিবির পরিচালক থাকাকালীন সময়েও জাতীয় দলের বিভিন্ন দায়িত্বে তাকে দেখা গেছে৷ তাকে। এছাড়াও ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত কোচিং করাতে দেখা যায় তাকে। বিভিন্ন সময়ে আলোচিত এই পরিচালকের খ্যাতি ছিল তৃণমূল থেকে ক্রিকেটার উঠিয়ে আনার।