দুর্জয় দাশ গুপ্ত »
জাতীয় দলের সাত নম্বর ব্যাটিং পজিশনটা নিয়েই সকল আলোচনা-সমালোচনা। কারো পছন্দ রিয়াদ তো আবার কেউ চাচ্ছেন অন্য একজনকে। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পরে ভরসা করার মত কোন ব্যাটারকে এই পজিশনে পাওয়া যায় নি। অন্যদিকে রিয়াদের অফফর্ম আর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকায় তাকে নিয়েও সৃষ্টি হয়েছে অনিহার। এক কথায় জাতীয় দলের হোড কোচ চান্ডিকা হাথুরুসিংহের “চোখের বালি” যেন রিয়াদ। আর এজন্যই রিয়াদকে দলে নিতে আগ্রহী না লঙ্কান এই মাস্টারমাইন্ড।
অন্যদিকে হেড কোচের প্রিয় ছাত্র সৌম্য সরকার সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপে মন্দের ভালো পারফরম্যান্স করেছেন ৬ নম্বরে ব্যাট করতে নেমে। সে হিসেবে কোচের প্রথম পছন্দ সৌম্য হলেও জাতীয় দলের সাত নম্বর পজিশনে তিনি কতটা সফল হবেন সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
আগামীকাল অর্থাৎ ৮ আগস্ট থেকে এশিয়া কাপকে ঘিরে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। অথচ এখনো এশিয়া কাপের জন্য স্কোয়াড দিতে পারিনি বিসিবি। এমনকি রিয়াদ ইস্যুতে বিসিবি কর্তারা যেন কথা বলতেই নারাজ। ভেতরের খবর হলো বিসিবির একটা অংশ চাচ্ছে অন্তত এশিয়া কাপে রিয়াদকে বিবেচনায় রাখা হোক, আরেকপক্ষ আবার হেড কোচের পক্ষে। রিয়াদকে তারা কোন বিবেচনায়ই রাখতে চাচ্ছে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির একটি সূত্র বলছে এশিয়া কাপে মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন উপেক্ষিত। তাঁর জায়গায় সৌম্য সরকারকে বিবেচনায় রাখছেন নির্বাচকমণ্ডলী।