বিসিবির চিন্তার বড় কারন টেস্ট চ্যাম্পিয়নশিপ!

মারুফ ইসলাম ইফতি »

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা ভাল হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা হয়েছে শক্তিশালী ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ দিয়ে। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের নির্ধারিত সূচি অনুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে টি-টুয়েন্টি সিরিজের পাশাপাশি দুটি টেস্ট ম্যাচ খেলার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।সিরিজের এই দুটি টেস্ট ম্যাচ আইসিসির নির্ধারন করা চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচের অংশ।কিন্তু নিরাপত্তা জনিত কারনে বাংলাদেশ দল পাকিস্তান সফর করবে কিনা? আর পাকিস্তান সফরে গেলেও টেস্ট ম্যাচ খেলবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত হয়নি এখনো।

নিরাপত্তাজনিত কারনে বাংলাদেশ চাইছে না পাকিস্তান সফরটি দীর্ঘ হোক।আর তাই বিসিবি চেয়েছিল সূচি অনুযায়ী পাকিস্তানের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ খেলে আসতে।ব্যাপারটা এমন নয় যে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ গুলো খেলতে চাইছে না।বিসিবির চাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের এই দুটো টেস্ট যেন কোন নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়। নিরাপত্তাজনিত কারনে বাংলাদেশ পাকিস্তানে লম্বা সময় অবস্থান করে টেস্ট ম্যাচ খেলতে আগ্রহী নয়। বিসিবির এই প্রস্তাব প্রত্যাখ্যান করে পিসিবি জানায়, টেস্ট ম্যাচ গুলো পাকিস্তানেই খেলতে হবে বাংলাদেশকে।বাইরের কোন ভেন্যুতে তারা টেস্ট ম্যাচ আয়োজন করবে না।

এমন পরিস্থিতি বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এফটিপি অনুযায়ী পাকিস্তানে হওয়া এই টেস্ট ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচের অংশ।আর তাই আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যদি বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে খেলতে অসম্মতি জানায় সেক্ষেত্রে না খেলেও দুই ম্যাচের পূর্ন পয়েন্ট পেয়ে যাবে পাকিস্তান। আর বাংলাদেশের পয়েন্ট টেবিলে যোগ হবে দুটি পরাজয়।

এমন পরিস্থিতিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে জানান, টেস্ট ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।এইজন্য বিষয়টি নিয়ে আমাদের বেশি ভাবতে হচ্ছে।
আমরা না খেললে ক্ষতিটা আমাদেরই বেশি হচ্ছে।আবার নিরাপত্তার বিষয়টিও আমাদের যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে হচ্ছে।আমরা চেয়েছিলাম টি-টুয়েন্টি সিরিজ এখন খেলে আসতে আর টেস্ট সিরিজটা ওরা নিরপেক্ষ কোন ভেন্যুতে আয়োজন করুক আমরা সেখানেই খেলতে চেয়েছি, কিন্তু পিসিবি আমাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, তারা যে কোন মূল্যে পাকিস্তানেই খেলতে চাইছে টেস্ট সিরিজ।

উল্লেখ্য, এই সূচি অনুযায়ী যদি বাংলাদেশ দল পাকিস্তান সফর না করে টেস্ট ম্যাচ দুটি না খেলে তাহলে পরবর্তীতে বিপিএল-পিএসএলের ফাঁক গলে বের করতে হবে টেস্ট সিরিজের জন্য ফাঁকা সময়।আর তখনও যদি বাংলাদেশ ম্যাচ খেলতে অনিহা করে সেইক্ষেত্রে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই দুটো ম্যাচের পূর্ন পয়েন্ট পাবে পাকিস্তান।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ বোর্ড শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সেটার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুক্ষণ।গতকাল গনমাধ্যমকে বিসিবি সভাপতি জানিয়েছেন প্লেয়ারদের সাথে কথা বলে এবং বোর্ড সভায় আলোচনা সাপেক্ষে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ। দেখা যাক শেষ পর্যন্ত পাকিস্তান সফর নিয়ে নাটকিয়তা কোথায় গিয়ে থামে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »