নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বছরের শুরুতে করোনাভাইরাসের দেশের সব ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট স্থবির হয়ে যায়। এরপর প্রায়ব৭ মাস ক্রিকেট স্থগিত থাকার পর ধীরে ধীরে ক্রিকেট ফিরতে শুরু করে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চেষ্টা চালিয়েছে ক্রিকেট ফেরাতে। বিসিবি প্রস্তুতিমূলক ভাবে আয়োজন করেছিলো বিসিবি প্রেসিডেন্টস কাল। এটি সফল ভাবে আয়োজন করার পর ঘোষণা দেয়া হয় বঙ্গবন্ধু টি-২০ কাপের।
বিসিবি এই ৫ দলের টুর্নামেন্টও সফলভাবে আয়োজন করতে পারে। গতরাতে নির্ধারিত হয়েছে টুর্নামেন্টের ফাইনালিস্ট। এতে ঢাকা ফাইনালে উঠতে না পারলেও ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে ধন্যবাদ জানাতে ভুলেননি।
দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে আলাপকালে মুশফিক জানান বিসিবির পেশাদারিত্বের কথা। তিনি বলেন , ‘বিসিবিকে ধন্যবাদ জানাই এই মহামারিকালে এমন একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। প্রত্যেক দলের খেলার প্রতি একাগ্রতা এবং পেশাদারিত্ব দুর্দান্ত ছিল।’
মুশকিল তরুণদের কথা জানিয়ে আরও বলেন, ‘অনেক তরুণ খেলোয়াড় এই টুর্নামেন্টে উঠে এসেছে যারা টি-টোয়েন্টিতে ভালো করতে পারে। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা অনেক উৎসাহজনক ব্যাপার। আশা করি তরুণরা তাদের ভুল থেকে শিখতে পারবে। ভবিষ্যতে দেশকে প্রতিনিধিত্ব করার সময় নিজেদের ভুল শুধরে বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় খেলবে।’
নিউজক্রিকেট/আরআর