নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কথায় আছে বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয়। ঠিকই তো বিপদে যে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। আর বাংলাদেশ তো এখানে শ্রীলঙ্কার পাশে থেকে প্রকৃত বন্ধুর পরিচয় দিয়েছে।
ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় জঙ্গি হামলার কথা পুরো বিশ্ব জানে। এই ঘটনায় পুরো শ্রীলঙ্কা যেন থমকে গিয়েছিল। ক্রিকেটের মতো আন্তর্জাতিক খেলা আয়োজন হুমকির মুখে পড়ে যায়। এর কারণ এই জঙ্গি হামলার পর এখানে ক্রিকেট ম্যাচ আয়োজন কতটা নিরাপদ তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল।এর মধ্যে বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার আমন্ত্রণ জানানো হয়। মূলত এই সিরিজটি বছরের শেষ দিকে হবার কথা থাকলেও বিপিএল ও লংকান বোর্ডের অনুরোধে তা এগিয়ে নেয়া হয়। এই সফরে বাংলাদেশ দলকে রাষ্ট্র প্রধানদের মতো নিরাপত্তা দেয়া হয়।
ম্যাচ শেষে শ্রীলঙ্কার অধিনায়ক দিলমুখ করুণারত্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানায়। তিনি বলেন, ” আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা আমাদের এই বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছে। এই দারুন সিরিজটি খেলার জন্য।