বিশ্রাম চেয়ে আবেদন করেছেন সিনিয়র ক্রিকেটাররা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশনে পাঁচ সিনিয়রদের প্রতি আস্থার পারদটা সবার ছিল একটু বেশিই। কিন্তু সেখানে সফল বলতে কেবল সাকিব আর মুশফিক। বাকি তিন সিনিয়র ক্রিকেটারদের মধ্যে সবাই ছিলেন ব্যর্থ। লঙ্কানদের বিপক্ষে সাকিব না থাকলেও বাকিদের অবস্থা ছিলা আবারও নাজুক।

এমতাবস্থায় দলের তিন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এই ক্রিকেটারের একজন ছুটি চেয়ে আবেদন করেছেন ক্রিকেট বোর্ডের কাছে। আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজের জন্য ক্যাম্প শুরু হচ্ছে চলতি মাসের ১৮ তারিখ। এরই মধ্যে ছুটির জন্য আবেদনকে কোন চোখে দেখছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু?

প্রধান নির্বাচক জানান, ‘তারা আমদের অভিজ্ঞ ক্রিকেটার। বিরতি নিয়ে যদি তারা ফিরতে চায় তাহলে সেটা ভালো। গত ৩১ জুলাই সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে তারা। ৩ সপ্তাহের লম্বা বিরতির পর কিন্তু ক্যাম্প শুরু হচ্ছে। মানসিকভাবে সতেজ হবার জন্য যথেষ্ট সময় পেয়েছে তারা।’

প্রধান নির্বাচকের এমন ভাষ্যের পর আদৌ সিনিয়র ক্রিকেটাররা ছুটি পাবেন কিনা সেটা কেবল সময়ই বলে দিবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »