https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় ঊরুতে চোট পান সাকিব। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অনিশ্চিত হয়ে পড়ে তার মাঠে নামা। দলের পক্ষ থেকে জানানো হয়েছিল সাকিবের জন্য অপেক্ষা করা হবে ম্যাচের দিন সকাল পর্যন্ত। অর্থাৎ আজ মঙ্গলবার পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে তার জন্য।
এদিকে সব শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) ব্রিস্টলে বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। তাই সাকিবকে নিয়ে এখন আর নতুন করে ভাবতে হচ্ছে না। দলের ফিজিওর সাথে কথা বলে সাকিবকে বিশ্রাম দেয়া হয়েছে এক সপ্তাহের।
বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ ১৭ তারিখ উইন্ডিজের বিপক্ষে। আশা করা হচ্ছে উইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।