https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় উইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নামা দুই ক্যারিবিয়ান ওপেনার শুরুতে কিছুটা সাবধানী শুরু করলেও সময় গড়ানোর সাথে সাথে সওদা করে নেয় ক্রিজের সাথে। দুই ওপেনার জন ক্যাম্পবেল এবং শাই হোপ মিলে ছাড়িয়ে যান পাকিস্তানের ফখর জামান এবং ইমামুল হকের ৩০৪ রানের ওপেনিং জুটি। যা এতদিন পর্যন্ত আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ রানের ওপেনিং পার্টনারশীপ ছিল। ওপেনিং জুটিতে তোলেন ৩৬৫ রান তোলার দিন ক্যাম্পবেল আউট হন ১৩৭ বলে ১৭৯ রান করে এবং হোপের ব্যাট থেকে আসে ১৫২ বলে ১৭০ রানের ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৮১ রানের বিশাল পাহাড় গড়ে উইন্ডিজ।
অন্যদিকে রান পাহাড় তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে আইরিশরা। দলীয় ২১ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে খাবি খায় তারা। অ্যান্ড্রু বালবিরনি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। অভিজ্ঞ কেভিন ও’ব্রায়ান প্রতিরোধ গড়তে চেয়েছিলেন কিন্তু যোগ্য সঙ্গ না পাওয়ায় ব্যক্তিগত ৬৮ রানে ফিরতে হয় তাকেও। গ্যারি উইলসনের ৩০ রান বাদে বলার মত রান করতে পারেনি দলের বাকি ব্যাটসম্যানরা। মাত্র ১৮৫ রানেই গুটিয়ে যায় আইরিশরা। উইন্ডিজের বোলারদের কাছে আইরিশরা আত্মসমর্পণ করে ইনিংসের ১৫.২ ওভার বাকি থাকতেই।
উইন্ডিজের হয়ে অ্যাশলে নার্স ৪টি এবং শ্যানন গ্যাব্রিয়েল নেন ৩টি উইকেট।